বিনোদন ডেস্ক : টুইটারে এসেই ‘ভারত মাতা কি জয়’ বললেন বলিউডের প্রখ্যাত চিত্রনাট্যকার সেলিম খান। আর মাইক্রো ব্লগিং সাইটে বাবাকে স্বাগত জানালেন ছেলে সালমান খান। বিভিন্ন বিষয়ে নিজের মতামত সরাসরি জানাতে কখনো দ্বিধা করেননি সেলিম খান। অতীতে বিভিন্ন বিষয়ে সরব হয়েছেন তিনি। প্রথম তিনটি টুইটেই সেলিম খান ‘ভারত মাতা কি জয়’ বিতর্কে আরএসএস প্রধান মোহন ভাগবতের বিবৃতিকে সমর্থন জানিয়েছেন।
বাবার ওই টুইটকে রিটুইট করেছেন সলমন। টুইটারে সেলিম খান ভাগবতের উদ্ধৃতি ব্যবহার করেছেন। এক বিবৃতিতে ভাগবত বলেছেন, ‘আমরা আমাদের আদর্শ, চিন্তাধারা অন্যদের ওপর চাপিয়ে দিতে পারি না। এ দেশে যারা বসবাস করেন তারা আমাদের দেশেরই মানুষ। আমাদের কে এমনভাবে নিজেদের গড়ে তুলতে হবে যাতে এমন ভারত গড়ে ওঠে যেখানে প্রত্যেকেই স্বেচ্ছায় বলবে ভারত মাতা কি জয়’।
৩০ মার্চ, ২০১৬/এমটিনিউজ২৪/জহির/মো:জই