বিনোদন ডেস্ক : এবার বিয়ে করে সেটেলড হতে চান কঙ্গনা রানাওয়াত। তেমনই জানিয়েছেন তিনি। জাতীয় পুরস্কার জয়ের পর হিমাচল প্রদেশ ও মান্ডি থেকে অজস্র শুভেচ্ছাবার্তা পেয়েছেন কঙ্গনা। কয়েকদিনের ছুটি নিয়ে তিনি সেখানে গিয়েছিলেন জ্যোতিষীর সঙ্গে দেখা করতে।
শোনা গেছে, সেখানে নাকি তিনি জ্যোতিষীকে বিয়ে নিয়ে জিজ্ঞাসা করেন। জানতে চান, কবে তার বিয়ে হবে? কবে সন্তানের মা হবেন তিনি? সেখানে অবশ্য হৃতিকের সঙ্গে তার আইনি ঝামেলার কথাও ওঠে। তবে কঙ্গনা এই সম্পর্কে কথা বলার জন্য বেশি সময় নষ্ট করেননি। মাত্র ২০ সেকেন্ডেই হৃতিক প্রসঙ্গ শেষ করেন তিনি। শুধু বলেন, 'এই সব তো হতেই থাকে।'
৩০ মার্চ, ২০১৬/এমটিনিউজ২৪/জহির/মো:জই