বুধবার, ৩০ মার্চ, ২০১৬, ১১:৫৫:১৭

ছ’সাত মাস ধরে অফার পাচ্ছেন সুশান্তের অঙ্কিতা!

ছ’সাত মাস ধরে অফার পাচ্ছেন সুশান্তের অঙ্কিতা!

বিনোদন ডেস্ক : তেমনই দাবি অঙ্কিতা লোখন্ডের। একটি সংবাদমাধ্যমে সাক্ষাৎকার দিতে গিয়ে তিনি বলেছেন, তিনি সুশান্তকে নিঃশর্তভাবে ভালোবাসেন। তিনি জানেন না তাদের নিয়ে কেন সম্পর্ক ভাঙার গুজব ছড়িয়েছে।

অঙ্কিতা জানিয়েছেন, তিনি সুশান্তকে নিয়ে একটু পজেটিভ সে কথা মিথ্যে নয়। কিন্তু তাই বলে তিনি কখনো পরিণীতি চোপড়াকে নিয়ে সুশান্তকে সন্দেহ করেননি। মিডিয়ায় তাদের ব্রেক আপের কথা প্রকাশ পাওয়ার পরই তিনি সুশান্তের কাছে যান। তাকে বিষয়টি নিয়ে জানান। সুশান্তও অঙ্কিতার মতোই আশ্চর্য হন।

শোনা যাচ্ছিল, যে অঙ্কিতার ক্যারিয়ার এখনো শুরুর হয়নি বলিউডে। সুশান্ত-অঙ্কিতার সম্পর্ক ভাঙার পিছনে সেটাও অন্যতম কারণ। অঙ্কিতা জানিয়েছেন, এটাও সত্যি নয়। গত ছ’সাত মাস ধরে তিনি কিছু অফার পাচ্ছেন। হয়তো শিগগিরই নতুন কোনো খবর শোনাতে পারবেন।

তাহলে কি বছর শেষে যে তার আর সুশান্তের বিয়ের কথা শোনা যাচ্ছে, সেটা সত্যি? লজ্জিত মুখে অঙ্কিতা উত্তর দেন, “এখনই কিছু বলতে পারছি না। শুধু এটুকু বলতে পারে, আমি সুশান্তকে ভালোবাসি।”
৩০ মার্চ, ২০১৬/এমটিনিউজ২৪/জহির/মো:জই

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে