বিনোদন ডেস্ক : শাহরুখের পর এবার আমিরের সাথে? জল্পনাটা উস্কে দিলেন আমির নিজেই। তার সমালোচকরা যতই নিন্দা করুক না কেন? মুম্বাই ফিল্ম ইন্ডাস্ট্রিতে নিজের ভালোমতো একটা জায়গা তৈরি করে ফেলেছেন এক সময়ের বিতর্কীত স্টার সানি লিওন।
অক্ষয় কুমারের সঙ্গে 'সিং ইজ ব্লিং' ছবিতে ক্যামিও চরিত্রে অভিনয় করার পর শাহরুখের সঙ্গে 'রইস'-এও আইটেম নাম্বার করতে দেখা যাবে তাকে। মুম্বাইয়ের প্রথম সারির নায়কদের সঙ্গে ধীরে ধীরে কাজ পেতে শুরু করেছেন সানি। এবার কি আমির খানের পালা?
সানি লিওনের সঙ্গে কাজ করতে তার কোনও আপত্তি নেই বলে আগেই জানিয়েছিলেন আমির। এমনকি তার সঙ্গে স্ক্রিন শেয়ার করতে তার ভালোই লাগবে বলে জানিয়েছিলেন বলিউডের পারফেকশনিস্ট।
জল্পনা আরও বাড়ে যখন 'মস্তিজাদে'র নায়িকাকে আমিরের একটি পার্টিতে দেখা যায়। ঘনিষ্ঠ বন্ধু-বান্ধবদের নিয়ে আয়োজিত এই পার্টিতে পরিচালক রাজকুমার হিরানিও উপস্থিত ছিলেন। সেখানেই স্বামী ড্যানিয়েল ওয়েবারকে নিয়ে পৌঁছে যান সানি লিওন। তাই এবার আমির-সানিকে একসঙ্গে দেখলে চমকে উঠবে না।
৩১ মার্চ, ২০১৬/এমটি নিউজ২৪/এসবি/এসএস