বৃহস্পতিবার, ৩১ মার্চ, ২০১৬, ০৯:৩১:১২

ছেলে নাকি মেয়ে, জানেন কি তাহসানের ভক্ত বেশি কারা?

ছেলে নাকি মেয়ে, জানেন কি তাহসানের ভক্ত বেশি কারা?

বিনোদন ডেস্ক : সম্প্রতি বাজারে এসেছে জনপ্রিয় সংগীতশিল্পী ও অভিনেতা তাহসানের নতুন গানের অ্যালবাম ‘মন কারিগর’। এটি আরেক জনপ্রিয় সংগীতশিল্পী ইমরানের সাথে তার যৌথ গানের অ্যালবাম। ইতোমধ্যে শ্রোতা মহলে বেশ সাড়াও ফেলেছে এর গানগুলি।

এদিকে নতুন এ গানগুলি নিয়ে শ্রোতাদের আগ্রহ দেখে বেশ উচ্ছ্বসিত তাহসান। এ প্রসঙ্গে তাহসান জানিয়েছেন, বেশ অনেক দিন পর আমি ব্যাপক সাড়া পাচ্ছি। যদিও আমি অন্যের সুরে বা কথায় গান গাইতাম না। কিন্তু এখন চিন্তা করলাম, সম্মিলিত কিছু কাজে ভালো কিছু হহতে পারে।

এদিকে তাহসান মানেই বিভিন্ন কিছু ব্যাপার থাকেই। নাটক হোক আর বিজ্ঞাপন কিংবা গান। সব ক্ষেত্রেই সফল তাহসান। যার ফলে দেশ ও বিদেশে তার অসংখ্য ভক্ত রয়েছে। তবে কথিত আছে তাহসানের মেয়ে ভক্তের সংখ্যা নাকি অনেক বেশি। তবে এটা মানতে নারাজ তাহসান।

এ প্রসঙ্গে তাহসান বললেন, শুধু মেয়েরা না মেয়েরা না, প্রচুর ছেলে ফ্যান আমার রয়েছে। আমার ফেসবুক ফ্যানপেইজে মেয়ের চেয়ে ছেলে ফ্যানের সংখ্যা বেশি। এছাড়া লাইভ কনসার্টগুলোতেও কিন্তু লক্ষ্য করা যায়।

এদিকে অভিনেতা তাহসান, নাকি গায়ক তাহসান? ভক্তদের কাছে কে বেশি প্রিয়? এমন প্রশ্নের উত্তরে তাহসান একবাক্যেই স্বীকার করে বলেছেন গায়ক তাহসান।
৩১ মার্চ, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে