বৃহস্পতিবার, ৩১ মার্চ, ২০১৬, ০৯:৫২:৫৪

বাংলাদেশি প্রিয়তিকে বলিউড প্রযোজকের অনৈতিক প্রস্তাব, মিডিয়ায় ঝড়

বাংলাদেশি প্রিয়তিকে বলিউড প্রযোজকের অনৈতিক প্রস্তাব, মিডিয়ায় ঝড়

বিনোদন ডেস্ক : কিছুদিন আগে বিদ্যা সিনহা মিমকে বলিউড ছবিতে প্রস্তাব দেয়া হয়েছিল। তবে প্রথমে সে প্রস্তাবে সাড়া দিলেও পরে অনৈতিক প্রস্তাব দেয়ায় তা ফিরিয়ে দেন মিম। এবার একই রকম ঘটনা ঘটেছে বাংলাদেশি মেয়ে মিজ আয়ারল্যান্ড মাকসুদা আক্তার প্রিয়তির ক্ষেত্রেও।

প্রিয়তি বিষয়টিকে 'অনৈতিক'  উল্লেখ করে প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন বলে সোশ্যাল মিডিয়া ফেসবুকে জানিয়েছেন। বলিউড ছবিতে অভিনয়ের প্রস্তাব দিয়েছিলেন বলিউডের একজন প্রযোজক যিনি দেশটির নামকরা ছবিতে প্রযোজনা করে থাকেন বলে প্রিয়তি জানিয়েছেন।

প্রিয়তি জানিয়েছেন, সিদ্ধার্থ মালহোত্রার বিপরীতে তাকে মোটা অংকের অর্থের বিনিময়ে অভিনয়ের প্রস্তাব দেওয়া হয়। ছবিটিতে অভিনয়ের আগ্রহ দেখান প্রিয়তি যদিও তাকে এই ছবির জন্য আয়ারল্যান্ডে নিজের চাকরি ছেড়ে দিতে হবে।

তিনি বলেন, সবই ঠিক ছিল। ছবিতে অভিনয় করার বিষয়ে 'ডিল' হচ্ছিল ফেসবুকে। যখন মোটামুটি একটা স্থানে দুইপক্ষের সম্মত হওয়ার মতো অবস্থা তৈরি হয়, সেই মুহূর্তেই সেই প্রযোজক আমাকে ‘একান্তে’ পাওয়ার ইচ্ছা প্রকাশ করেন। সাথে সাথে আমি সে প্রস্তাব নাকচ করে দিই।

এদিকে ওই প্রযোজকের সাথে চ্যাটিং কনভারশন স্ক্রিনশর্ট আকারে প্রকাশ করেছেন প্রিয়তি। প্রকাশিত স্ক্রিনশট থেকে বোঝা যায় ওই প্রযোজক নতুন নতুন মেয়েদের সঙ্গ পাবার জন্য নতুন অভিনয়শিল্পীদের চুক্তি করান।

কিন্তু কে এই প্রযোজক? প্রিয়তির স্ক্রিনশট থেকে নাম উদ্ধার করা না গেলেও বলিউডের খ্যাতনামা প্রযোজনা প্রতিষ্ঠান যশ রাজের সঙ্গে যুক্ত এক প্রযোজক বলে জানা গেছে।
৩১ মার্চ, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে