বিনোদন ডেস্ক : ঢাকাই সিনেমার এক নম্বর ভিলেন এখন তিনিই। তার বিকল্প এখনও এই ফিল্ম ইন্ড্রাষ্ট্রিতে তৈরি হয়নি। তাই তো এক হাতেই সব সামলাতে হচ্ছে তাকে। এমন কি অসুস্থ শরীর নিয়েও বের হতে হচ্ছে এই ভিলেনকে। কি আর করা, তার মতো এই তো জীবন।
বলা হচ্ছি মিশা সওদাগরের কথা। কিছুদিন আহঠাৎ শুটিং করতে গিয়ে দূর্ঘটনার শিকার হোন তিনি। যার ফলে বর্তমান ক্র্যাচে ভর করেই তাকে চলতে হচ্ছে। তাই বলে কি আর থেমে আছেন তিন? না, এরমধ্যেই গত ২৮ মার্চ আমেরিকান সেন্টারসহ পুরো দিনে তিনটি অনুষ্ঠানেই যোগ দিয়েছেন তিনি তার সেই ভাঙা পা নিয়ে।
এ প্রসঙ্গে মিশা বলেন, ‘কি করবো, জীবনকে তো আর থামিয়ে রাখা যায় না। যতক্ষণ প্রাণ আছে, ততক্ষণ এই দায়িত্ব আর সামাজিকতা চালাতেই হয়! ফিল্ম ইন্ডাষ্ট্রি যে বড়ই স্বার্থপর; তা আমি ছাড়া আর কে জানে?
তিনি জানান, ‘অনুষ্ঠানে তো আসতে হবে। এরপর একটা মিটিং এ যাবো। রাতে ছোট ভাই নিরব-ঋদ্ধির রিসেপশনে আবার না গেলে ফেসবুকে এইসব জায়গায় এসেছি জেনে আবার মন খারাপ করবে। সবকিছুই মানিয়ে চলতে হয় আমাদের।’
৩১ মার্চ, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন