বিনোদন ডেস্ক : বলিউড ভাইজান সালমান খান তার জীবনে অনেকবারই মামা ডাক শুনেছেন। কিন্তু রিয়েল লাইফে এবারই প্রথম মামা হয়েছেন তিনি। আর তাই তো মামা হওয়ার উচ্ছ্বাসটা যেন তার বাধ ভাঙা।
মুম্বইয়ের হিন্দুজা হেল্থকেয়ারে ছেলের জন্ম দিয়েছেন সালমান খানে ভগ্নি অর্পিতা। নতুন সদস্যকে স্বাগত জানাতে সেখানে হাজির ছিলেন সালমানের বাবা সেলিম খান, মা হেলেন, অর্পিতার স্বামী আয়ুষ সহ পরিবারের অনেকেই।
এদিকে সালমান খানও মামা হওয়ার সংবাদে ছুটে গিয়েছেন মুম্বইয়ের হিন্দুজা হেল্থকেয়ারে। তিনি ভাগিনার কপালে চুমু খেয়েছেন। আর সে ছবি অর্পিতার স্বামী আয়ূষ ট্যুইটারে পোষ্ট করেছে।
অর্পিতা খান এবং আয়ুষ শর্মার ছেলের নাম রাখা হয়েছে আহিল। সালমান খান তার ভাগিনার কপালে চুুমু খেয়ে তার ভক্ত ও শুভাকাঙ্খিদের কাছে দোয়া চেয়েছেন।
৩১ মার্চ, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন