বিনোদন ডেস্ক : সুলতান সিনেমা মুক্তি পাক আর না পাক, নামটা সামনে আসার পর থেকেই বর্তমানে টিআরপি উর্দ্ধমুখী। ২০১৬ সালের ঈদের সময় সিনেমা মুক্তি পাবে জানালেও, সালমানের ভক্তরা কিন্তু মুক্তির আগে থেকেই সুলতান নিয়ে ব্যস্ত।
কখনও সুলতান-এর বেগম আনুশকা শর্মাকে নিয়ে বিতর্ক আবার কখনও সিনেমার জন্য সালমানের নয়া লুক। সব কিছু মিলিয়ে মুক্তির আগে থেকেই সুলতান নিয়ে মানুষের মধ্যে আগ্রহের অন্ত নেই।
সম্প্রতি, সোশাল সাইটে সালমানের একটি ছবি ভাইরাল হয়। সেখানে টাওয়েল পরা অবস্থায় সালমানকে দেখা যায়। আর সেই ছবি দেখে সালমানের ভক্তরা যেন মুড়ি মুড়কির মত লাইক করতে শুরু করেন।
আর সত্যিই তো, সালমানকে দেখে কে বলবে, তার বয়স ৩০-এর ওপরে। ওই ছবি দেখে কেউ বুঝতেই পারবেন না যে, আপাতত ৫০ পেরিয়ে যাচ্ছে। সবকিছু মিলিয়ে সোশাল সাইটে সালমানের ওই ছবি ভাইরাল হওয়ার পর মুক্তির আগে থেকেই যেন সুলতানের টিআরপি আরও চড়চড়িয়ে বাড়তে শুরু করেছে।
৩১ মার্চ, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন