বিনোদন ডেস্ক : এতো দিন মাতিছিলেন ‘কমেডি নাইটস উইথ কপিল’ নামে কমেডি শোয়ে। আর এবার মাতাচ্ছেন অন্য নামে অন্য চ্যানেলে। নামও করেছেন বেশ, ‘দ্য কপিল শর্মা’ শো এর মাধ্যমে। পরিপূর্ণ কমেডি শো বলেই সর্ব-মহলে ব্যাপক জনপ্রিয় কপিল উইথ কমেডি নাইট।
‘দ্যা কপিল শর্মা’ শো-এর হাত ধরে টেলিভিশনে জোরদার প্রত্যাবর্তন ঘটতে চলেছে কপিল শর্মার। কপিলের মতো তার ফ্যানেরাও শো শুরুর জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন।
শো-এর প্রথম এপিসোডে নতুন ফিল্ম ‘ফ্যান’-এর প্রচার করবেন শাহরুখ খান, সেখবর অনেক আগেই জানিয়েছি। এবার দেখুন কপিলের নতুন শো-এর সেট। যেখানে দাঁড়িয়ে দর্শকদের হাসাবেন কপিল।
এদিকে নতুন শো নিয়ে কপিলের উৎসাহ চরমে। তাই দিন-রাত মাথার ঘাম পায়ে ফেলে খাটছেন তিনি ও তার টিম। ট্যুইটারে নতুন সেটের প্রথম ঝলক দেখিয়ে কপিলের প্রশ্ন, ‘কেমন হয়েছে নতুন সেট?’
৩১ মার্চ, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন