বৃহস্পতিবার, ৩১ মার্চ, ২০১৬, ০৪:৪৪:৫৭

আবারও অমিতাভকে অপমান করলেন ইংল্যান্ডের সেই ক্রিকেটার!

আবারও অমিতাভকে অপমান করলেন ইংল্যান্ডের সেই ক্রিকেটার!

বিনোদন ডেস্ক : অমিতাভ বচ্চনের উপরে রাগ আর যাচ্ছে না ইংল্যান্ডের অলরাউন্ডার অ্যান্ড্রু ফ্লিনটফের। সুযোগ পেলেই তিনি অমিতাভ বচ্চনকে ক্ষেপিয়ে দিচ্ছেন টুইটারে। প্রথমটায় বিরাট কোহলির সঙ্গে ফ্লিনটফ তুলনায় টেনেছিলেন জো রুটকে।

এ ব্যাপারটা ভালভাবে নেননি অমিতাভ। হিন্দিতে ইংল্যান্ডের প্রাক্তন অলরাউন্ডারকে ঠুকে ‘বিগ বি’র জবাব ছিল, ‘কে রুট? একেবারে শিকড় থেকে উপড়ে ফেলব রুটকে।’ বলিউডের শাহেন শাহর কাছ থেকে সমুচিত জবাব পেয়ে প্রথমটায় বুঝতেই পারেননি ইংরেজ ক্রিকেটার। প্রশ্ন ছুড়ে দিয়েছিলেন, ‘দুঃখিত, আপনি কে?’

এর পরে ময়দানে নেমে পড়েন রবীন্দ্র জাদেজা। বচ্চনের পাশে দাঁড়িয়ে স্যর জাদেজা বলেন, ‘বেটা ফ্লিনটফ, রিস্তে মে তো ওহ তুমহারে বাপ লগতে হ্যায়, নাম হ্যায় শাহেনশাহ।’ সবাই ধরেই নিয়েছিলেন টুইটারের বাকযুদ্ধ বোধহয় শেষ।

শেষ হইয়াও তা হইল না শেষ। বুধবার নিউ জিল্যান্ডকে হারিয়ে ফাইনালের ছাড়পত্র জোগাড় করেছে ইংল্যান্ড। আর ইংল্যান্ড ফাইনালে পৌঁছনোর সঙ্গে সঙ্গেই ফ্লিনটফ নতুন করে শাহেনশাকে আক্রমণের কাজটা শুরু করে দিলেন।

 টুইটারে ফ্লিনটফ ‘বিগ বি’কে উদ্দেশ্য করে বলেছেন, ‘ফাইনাল দেখতে কি যাওয়া হচ্ছে? বন্ধু, আমার জন্য তাহলে ইডেনের দুটো টিকিট জোগাড় করে রেখো তো!’ তার পরেই স্মাইলি দিয়েছেন।
৩১ মার্চ, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে