বিনোদন ডেস্ক : ছবির নাম ওয়ান নাইট স্ট্যান্ড। গানের নাম দো পেগ মার। আর তার সঙ্গে বোনাস সানি লিয়ন। ওয়ান নাইট স্ট্যান্ডের যে ট্র্যাকটি মুক্তি পেয়েছে সেখানে পর্দা জুড়ে শুধু সানি আর সানি। আর আছে তার সিডিউস করার দৃশ্য।
দো পেগ মার একটি পার্টি সং। সানির লাস্য গানে পূর্ণমাত্রায় উপস্থিত। পুরো গানে সানি ছাড়া আর কারোর দিকে নজর যাবে না। তার সিডাকশনে পুরুষদের হার্টবিট বাড়বেই।
গানটি গেয়েছেন নেহা কক্কর। তার সিল্কি ভয়েস আর সানির সিডিউস করা একসঙ্গে মিশে গানটিকে অন্য মাত্রা দিয়েছে। গানে আছেন তনুজ বিরওয়ানিও। ছবিতে তিনিই প্রধান পুরুষ চরিত্র।
ওয়ান নাইট স্ট্যান্ড মুক্তি পাবে ২২ এপ্রিল। ছবিটি পরিচালনা করেছেন জ্যাসমিন ডি সুজ়া। চিত্রনাট্য লিখেছেন ভবানী আইয়ার।
৩১ মার্চ, ২০১৬/এমটিনিউজ২৪/জহির/মো:জই