শুক্রবার, ০১ এপ্রিল, ২০১৬, ০৮:৫৭:১৭

শাহরুখ ও ঐশ্বরিয়া কাদের বরণ করতে প্রস্তুতি নিচ্ছেন?

শাহরুখ ও ঐশ্বরিয়া কাদের বরণ করতে প্রস্তুতি নিচ্ছেন?

বিনোদন ডেস্ক : প্রিন্স উইলিয়াম এবং কেট মিডলটন ভারতে আসছেন। তাজ-বেঙ্গলের সঙ্গে জড়িয়ে আছে মাহারানি ডায়নার স্মৃতি। আর সে স্মৃতির কিছুটা কাছাকাছি আসতেই এই যুবরাজ সস্ত্রীক এভানের আসবেন আগামী সপ্তাহে।

যুবরাজা ও তার সঙ্গিনীকে বরণ করে নিতে এখন দারুণ ব্যস্ত বলিউড পাড়া। এখন পর্যন্ত শোনা খবর, কেট ও উইলিয়ামকে অভ্যর্থনা জানাবে বলিউডের বাদশা শাহরুখ খান ও ঐশ্বরিয়া রাই। উইলিয়াম এবং কেট উপস্থিত থাকবেন বলিউডের এক চ্যারিটি অনুষ্ঠানে। যেখানে ব্রিটেনের যুবরাজ-যুবরানি অভ্যর্থনা জানাতে হাজির থাকবেন টিনসেলের কিং ও কুইন।

ভারত সফরে উচ্ছ্বসিত কেট। যুবরানির কথায়, ‌‘প্রিন্সের মা ডায়না একসময় ভারতে সফরে এসে তাজ হোটেলে ছিলেন। আজ সেখানে আমি থাকতে যাচ্ছি। এটা ভেবেই খুব আনন্দ হচ্ছে।’
১ এপ্রিল, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে