বিনোদন ডেস্ক : হৃত্বিক রোশনের সঙ্গে কঙ্গনা রানাওয়াতের সম্পর্কের জের গড়িয়েছে আদালত পর্যন্ত। দুজনের সম্পর্কের গোপন কথা এখন ঘুরছে মানুষের মুখে মুখে। এর মধ্যেই কঙ্গনার বিরুদ্ধে সরাসরি থানায়ও মামলা করেছেন হৃত্বিক।
তবে এস কিছু ছাপিয়ে এখন এই দুজনের একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে পড়েছে। কৃষ-থ্রিতে এক সঙ্গে কাজ করেছেন তারা দুজন। তবে ভাইরাল হওয়া ভিডিওটি অনেক আগের।
এই ভিডিওটি ২০১০ সালের। কাইটের শুটিং চলাকালীন। ভিডিওটিতে দেখা যাচ্ছে, ফায়ার গানটির সঙ্গে ডান্স প্র্যাকটিস করছেন কঙ্গনা। খানিকক্ষণ পরেই কঙ্গনার সঙ্গে পা মেলাতে আসেন হৃত্বিক। দুজনের এই ভিডিও ইতিমধ্যে দেখে ফেলেছেন কোটি কোটি মানুষ।
১ এপ্রিল, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন