শুক্রবার, ০১ এপ্রিল, ২০১৬, ০২:৫৯:১৩

সত্যিই অবাক কাণ্ড! বিবাহ বিচ্ছেদের পার্টিও করলেন তারা

সত্যিই অবাক কাণ্ড! বিবাহ বিচ্ছেদের পার্টিও করলেন তারা

বিনোদন ডেস্ক : সালমান খানের ভাই আরবাজ খান ও মালাইকা অরোরার বিচ্ছেদ এখন নিশ্চিত। তারা দু’জন একটি যৌথ সংবাদ সম্মেলন করেও সে কথা জানিয়েছেন গণ মাধ্যমকে। তাহলে ফাইনাল, তারা আলাদা হয়েই যাচ্চেন।

এদিকে এমন হওয়া সত্বেও তাদের মধ্যে কিন্তু বিচ্ছেদের প্রভাব একদমই নেই। বরং বিচ্ছেদেশের খুশিতে তারা আয়োজন করেছিলেন ‘ব্রেকআপ পার্টি’! অবাক লাগছে? লাগারই কথা। কেন না, এমন কথা আগে কখনোই শোনা যায়নি।

সম্প্রতি ইনস্টাগ্রামে একটি ছবি শেয়ার করেন মালাইকার বোন অমৃতা আরোরা। ছবিতে দেখা গেছে মালাইকা এবং আরবাজ তাদের পরিবারের সদস্য অমৃতা, শাকিল (অমৃতার স্বামী), সোহেল খান এবং সীমা (সোহেলের স্ত্রী) সঙ্গে মিলে পার্টি করছেন।

প্রথমে ছবির ক্যাপশন হিসেবে অমৃতা লিখেছিলেন, ‘ভাঙা পরিবার বলতে কিছু নেই। পরিবার সব সময়ই পরিবার।’ কিন্তু আশ্চর্যজনকভাবে পরবর্তীতে ক্যাপশনটি পরিবর্তন করে তিনি লেখেন, ‘ভালো সময়’ ছবিটি প্রকাশের পর থেকেই সবার মনে প্রশ্ন, তবে কী এটি আরবাজ-মালাইকার ব্রেকআপ পার্টি ছিল?
১ এপ্রিল, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে