শুক্রবার, ০১ এপ্রিল, ২০১৬, ০৪:১৫:২৫

বউকে নিয়ে অস্ট্রেলিয়া উড়াল দিবেন মোশারফ করিম, কিন্তু কেন?

বউকে নিয়ে অস্ট্রেলিয়া উড়াল দিবেন মোশারফ করিম, কিন্তু কেন?

বিনোদন ডেস্ক : নাটকের শুটিংয়ে অস্ট্রেলিয়া যাচ্ছেন ছোটপর্দায় অত্যন্ত জনপ্রিয় অভিনেতা মোশারফ করিম। ৬ এপ্রিল তিনি মালয়েশিয়ান এয়ারলাইনসের একটি বিমানা করে ঢাকা ত্যাগ করবেন। এবারই প্রথম তিনি অস্ট্রেলিয়া যাচ্ছেন।

সেখানে তিনটি নাটকের দৃশ্য ধারণে অংশ নেবার কথা রয়েছে তার। সঙ্গে থাকবেন স্ত্রী জুঁই করিম। অস্ট্রেলিয়া থেকে দৃশ্য ধারণে অংশ নেবেন অভিনেত্রী নাজনীন মৌ। নাটকগুলো সজীব আহমেদের ‘বিউটি ছড়িয়া’, শিমুল শিকদারের ‘অঘটন’ এবং অ্যানি সাবরিনার ‘তোমায় ভালোবাসি’।

এ প্রসঙ্গে কথা হল মোশাররফ করিমের জানিয়েছেন, ‘গল্পের প্রয়োজনেই অস্ট্রেলিয়াকে বেছে নেওয়া। আমাদের নাটকের গল্পে ভিন্নতা রয়েছে। সব সময় একই স্থানে শুটিং করতে করতে আমরা এবং দর্শক উভয়ই ক্লান্ত। দর্শক অস্ট্রেলিয়ার লোকেশনে একটু হলেও ভিন্নতার আমেজ পাবে’।

নির্মাতা শিমুল শিকদার জানিয়েছেন, ‘দেশের নাটকগুলোর বাজেট খুব বেশি থাকে না। আমরা চেষ্টা করি কম বাজেটে ভালো কাজ করার। নাটকগুলোতে দর্শকদের বিনোদনে কথা মাথায় রেখেই তৈরি করছি’।

নাটকগুলো আসছে ঈদে বেসরকারি চ্যানেলে প্রচারিত হওয়ার কথা রয়েছে। ৮ এপ্রিল থেকে শুটিং শুরু হয়ে চলবে সপ্তাহখানেক পর্যন্ত। নাটকগুলোর দৃশ্য ধারণ হবে সিডনির বিভিন্ন লোকেশনে। দৃশ্য ধারণ শেষে আগামী ১৫ এপ্রিল শুটিং দলটি দেশে ফিরবেন।
১ এপ্রিল, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে