শুক্রবার, ০১ এপ্রিল, ২০১৬, ০৫:২৭:১০

সুখবর! মা হচ্ছেন শ্রেয়া ঘোষাল

সুখবর! মা হচ্ছেন শ্রেয়া ঘোষাল

বিনোদন ডেস্ক : ভারতের অত্যন্ত জনপ্রিয় সংগীতশিল্পী শ্রেয়া ঘোষাল মা হতে যাচ্ছেন। সম্প্রতি একটি ফ্যাশন শোতে তিনি হাজির হলে এ ব্যাপারটি সবার নজরে আসেন। তবে শ্রেয়া ঘোষাল এখনো এ ব্যাপারে আনুষ্ঠানিক কিছু জানায়নি।

এদিকে শ্রেয়ার ঘনিষ্ঠ সূত্রের বরাত দিয়ে ভারতীয় গণমাধ্যমগুলো জানাচ্ছে, শীঘ্রই মা হতে যাচ্ছেন ভারত জয় করা টালিগঞ্জের শিল্পী শ্রেয়া ঘোষাল।
গেলো বছরের ৫ ফেব্রুয়ারি হিপকাস্ক ডটকমের প্রতিষ্ঠাতা শৈলাদিত্যকে বিয়ে করেছেন শ্রেয়া।

বিয়েতেও বেশ গোপনীয়তা মেনে চলেছ্নে। বিয়ের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের বিয়ের খবর দিয়েছিলেন। এবার মা হওয়ার বিষয়েও কি সেই পথেই হাঁটাছেন এই গ্ল্যামারাস গায়িকা?

শ্রেয়া ঘোষালের সঙ্গীত ক্যারিয়ার শুরু কলকাতায়। তবে ২০০২ সালে সঞ্জয় লীলা বনসালীর ‌‘দেবদাস’ সিনেমার মাধ্যমে বলিউডে ক্যারিয়ার শুরু করেন। এ সিনেমাতে তার গাওয়া গান, ‘সিলসিলা ইয়ে চাহাত কা’, ‘বৈরি পিয়া’, ‘ছলক ছলক’, ‘মোরে পিয়া’, ‘ডোলা রে ডোলা’, মানুষের মনে আজও শিহরণ জাগায়। এরপর বলিউডে বেশ কিছু সফল গান গেয়েছেন তিনি।
১ এপ্রিল, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে