শুক্রবার, ০১ এপ্রিল, ২০১৬, ০৮:০৭:৩২

কার সাথে প্রেম করছেন প্রিয়াঙ্কা, নিজেই জানাবেন সত্যিটা

কার সাথে প্রেম করছেন প্রিয়াঙ্কা, নিজেই জানাবেন সত্যিটা

বিনোদন ডেস্ক : বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়ার প্রেমের সম্পর্ক নিয়ে মাঝে মাঝে আলোচনা শোনা যায়। সবার মেন একটাই প্রশ্ন, কার সঙ্গে সম্পর্কে আছেন প্রিয়াঙ্কা? প্রশ্নটা যে ফ্যানেদের মনে জাগে না, এমন নয়। কিন্তু উত্তর মেলে না। তবে প্রিয়াঙ্কা এবার জানিয়েছেন নিজের সম্পর্ক নিয়ে মুখ খুলবেন তিনি।

ফিল্মফেয়ারের একটি সাক্ষাৎকারে প্রিয়াঙ্কাকে জিজ্ঞাসা করা হয়েছিল, কার সঙ্গে প্রেম করছেন তিনি? সেই বিশেষ পুরুষটি কি কোয়ান্টিকোর কোনো কো-স্টার? প্রিয়াঙ্কা তার উত্তরে বলেছেন, কোয়ান্টিকোর সমস্ত কো-স্টররা হয় বিবাহিত, নয়তো সিরিয়াস সম্পর্কে আছেন। তাই সেখানে সম্পর্কে জড়ানোর প্রশ্নই আসে না।

তবে তিনি জানেন, ফ্যানেরা তার জীবনের সেই বিশেষ পুরুষ সম্পর্কে জানতে চায়। আর তাই তিনি বলবেনও সে কথা। তবে সেদিন, যেদিন তার হাতের অনামিকায় থাকবে বাগদানের আংটি। সেদিন সারা বিশ্বকে তার প্রেমকাহিনি শোনাবেন প্রিয়াঙ্কা। তার আগে নয়।
১ এপ্রিল, ২০১৬/এমটিনিউজ২৪/জহির/মো:জই

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে