বিনোদন ডেস্ক : বলিউড সুপারস্টার জন আব্রাহামের জন্য পাগল অনেক মেয়েই। তবে, পাগলামি যে এই পর্যায়ে, তা বোধ করি তিনি নিজেও জানতেন না। সম্প্রতি জন জানিয়েছেন, তার শরীরের এক টুকরো চামড়া পেতে একবার তাকে খামচে রক্ত বার করে দিয়েছিলেন এক সুন্দরী ভক্ত। নিজের সম্পর্কে জন আরো যেসব কথা জানিয়েছেন, তা হয়তো জানেন না তার অন্ধ ভক্তরাও।
ফ্যানদের সম্পর্কে প্রশ্ন করা হলে জন তুলে ধরেন তার এক অদ্ভুত অভিজ্ঞতার কথা। বেশ কিছুদিন আগে হল্যান্ডে তাকে ঘিরে ধরেছিলেন একদল সুন্দরী ভক্ত। নিরাপত্তা রক্ষীদের ঘেরাটোপ পেরিয়ে জনের শার্টের ভিতরে হাত ঢুকিয়ে, তাকে খামচে রক্ত বের করে দিয়েছিলেন এক মহিলা। কেন তিনি একাজ করেছেন জিজ্ঞেস করা হলে তিনি জানান, নখের আগায় জনের এক টুকরো চামড়া ছিঁড়ে আনতে চেয়েছিলেন তিনি। জন জানান, এ কথা শোনার পর মনে হলো এ কেমন ভক্ত নখ দিয়ে খামচে চামড়া তুলে নিল।
জনের চাহনি দেখে অনেকেই মনে করেন তিনি বেশ লাজুক প্রকৃতির। তবে, জনের স্বীকারোক্তি, সেসব কিছু নয়। কোনো মহিলা তার দিকে তাকালেই তার মনে হয় মুখে ব্রণগুলো বোধহয় বড় হয়েছে। তার দিকেই মেয়েরা তাকাচ্ছে। সেজন্য কুণ্ঠায় মাথা নিচু করে ফেলেন তিনি। ডাক্তাররা তাকে মুখে সার্জারির পরামর্শ দিলেও, কিছুতেই বয়স কমাতে ছুরি-কাঁচি চেহারায় লাগাবেন না তিনি এ কথা জানিয়ে দিয়েছেন।
১ এপ্রিল, ২০১৬/এমটিনিউজ২৪/জহির/মো:জই