বিনোদন ডেস্ক : জনপ্রিয় হিন্দি ধারাবাহিকের নায়িকা হঠাৎই আত্মহত্যা করলেন। এই বঙ্গকন্যা সারা ভারতের মন জয় করেছিলেন ‘বালিকা বধূ’ সিরিয়ালে তার অভিনয় দিয়ে। কিন্তু হঠাৎ কী এমন হলো যে রাগের মাথায় আত্মহত্যা করতে হবে?
সংবাদমাধ্যম সূত্রের খবর, আত্মহত্যা করেছেন জনপ্রিয় হিন্দি ধারাবাহিক, ‘বালিকা বধূ’-র নায়িকা প্রত্যুষা বন্দোপাধ্যায়। শুক্রবার সকালে তিনি মুম্বাইতে তার বাড়িতেই আত্মহত্যা করেন বলে জানা গিয়েছে।
ঠিক কী কারণে এমনটা করলেন তিনি তা এখনো জানা যায়নি। তার অত্যন্ত কাছের বন্ধু, অপর এক অভিনেত্রী কাম্য পঞ্জাবিকে এই বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘আমি এখন কোনো কিছু বলার মতো মানসিক অবস্থায় নেই।’
শোনা যাচ্ছে, ব্যক্তিগত সম্পর্কের টানাপোড়েনের কারণেই আত্মহত্যা করেছেন প্রত্যুষা। তার বয়ফ্রেন্ড রাহুল রাজ সিংয়ের সঙ্গে বিয়ে হওয়ার কথা ছিল। কিন্তু কিছুদিন ধরেই কোনো একটি কারণে দু’জনের মধ্যে কিছু অশান্তিও চলছিল।
আবার গত জানুয়ারি মাসে ৪ জন পুলিশকর্মী তার বাড়িতে ঢুকে তার শ্লীলতাহানি করে বলেও অভিযোগ করেছিলেন প্রত্যুষা। কিন্তু ঠিক কোন কারণে আত্মহত্যা করার সিদ্ধান্ত নিলেন তিনি সে বিষয়ে এখনো নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না। এখনো পর্যন্ত কোনো সুইসাইড নোটের খবরও পাওয়া যায়নি।
১ এপ্রিল, ২০১৬/এমটিনিউজ২৪/জহির/মো:জই