শুক্রবার, ০১ এপ্রিল, ২০১৬, ১১:১৯:৪১

হৃত্বিকের বিষয়ে সব বলব, আপাতত একটু স্পেস দিন : কঙ্গনা

হৃত্বিকের বিষয়ে সব বলব, আপাতত একটু স্পেস দিন : কঙ্গনা

বিনোদন ডেস্ক : ২৩ মার্চ জন্মদিন গেল কঙ্গনা রানাওয়াতের৷ একদিকে চলছে হৃত্বিক রোশনের সঙ্গে তার আইনি লড়াই৷ আবার এসবের মধ্যেই তেষট্টিতম জাতীয় পুরস্কারে সেরা অভিনেত্রী হিসেবে উঠে এলেন কঙ্গনা রানাওয়াত৷ ‘তনু ওয়েডস মনু রিটার্নস'-এর জন্য তার এই পুরস্কার৷ এই নিয়ে তিন-তিনবার জাতীয় পুরস্কার পাওয়া হয়ে গেল কঙ্গনার৷ গত বছরই তিনি ‘কুইন' ছবির জন্য সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়েছিলেন৷ এর আগে ‘ফ্যাশন' ছবির জন্য সেরা সহ-অভিনেত্রীর পুরস্কার পেয়েছিলেন৷

সময়টা তার ভাল যাচ্ছে, না খারাপ, বলা মুশকিল৷ হৃত্বিকের সঙ্গে তার বিবাদ নিয়ে আরো একটা খবর উড়ছিল যে ‘কুইন' স্টারের সঙ্গে নায়কেরা ছবি করতে চাইছেন না৷ সোজাসাপ্টা, ক্যাটাস-ক্যাটাস কথা বলা সফল নায়িকা না কি অনেকেরই পছন্দ নয়৷ এই তালিকায় অবশ্য প্রিয়াঙ্কা চোপড়াও রয়েছেন৷ তার হলিউডের খ্যাতিতে অনেকেরই অসুবিধে হচ্ছে৷

সে যাই হোক, ব্যক্তিগত জীবনের টানাপোড়েনের মধ্যেই কঙ্গনা পেলেন অভিনয়ে সেরার স্বীকৃতি৷ এবার কাদা ছোড়াছুড়ি কোন দিকে গড়ায় সেটাই দেখার বিষয়৷ হৃত্বিক-কঙ্গনা কি নিজেদের মধ্যে ঝামেলা মিটিয়ে ফেলবেন? কিন্তু যেভাবে সবার সামনে তারা দু'জনেই একে অপরের প্রতি বিদ্বেষ উগড়ে দিয়েছেন, তাতে মিটমাটের সম্ভাবনা অনেক কম বলেই মনে হয়৷

ঠিক কী হয়েছিল? ঘটনার সূত্রপাত কঙ্গনার একটি সাক্ষাৎকারে৷ তাকে বারবার ‘আশিকি থ্রি' থেকে বাদ পরার কারণ হৃত্বিক কি না জিগ্যেস করায় কঙ্গনা বলেছিলেন, ‘অনেক গুজব ছড়াচ্ছে, এসবের সূত্র কোথায় একজন বোকা লোকও বুঝতে পারছে... আই ডোন্ট নো হোয়াই ‘এক্স' ডু সিলি থিংস টু গেট ইওর অ্যাটেনশন...৷'

ব্যস, ‘সিলি এক্স' বলায় পাল্টা টুইট করেন হৃত্বিক যে তিনি পোপকেও ডেট করতে রাজি, কোনো অভিনেত্রীর চেয়ে৷ তাতে কঙ্গনা অন্য এক সাক্ষাৎকারে জবাব দেন, ‘আই রেসপেক্ট আদার পার্সনস ওপিনিয়ন... বাট দেন স্টিক টু ইওর স্ট্যান্ড ডোন্ট কনট্রাডিক্ট ইওরসেল্ফ অ্যান্ড স্লাইলি পারসু পিপল৷'

এরপরেই আসে হৃত্বিকের লিগাল নোটিস৷ সেখানে কঙ্গনাকে ক্ষমা চাইতে বলা হয় এবং হৃত্বিক না কি ১,৪৩৯টি মেল পেয়েছেন কঙ্গনার কাছ থেকে৷ এও বলা হয় কঙ্গনা তাকে স্টক করছিলেন৷ এবং এই নায়িকার ‘অ্যাস পারজার' সিনড্রোম রয়েছে যাতে তিনি অনেক কিছুই কল্পনা করে নেন৷ (প্রসঙ্গত ‘অ্যাস পারজার' শব্দটি এখানে ভুলভাবে ব্যবহার করেছেন হৃত্বিক) কঙ্গনা ক্ষমা চাননি, উল্টে নোটিস পাঠিয়েছেন হৃত্বিককে৷

সেখানে বলা হয়েছে হৃত্বিক একটি ইমেল আইডি থেকে কঙ্গনাকে মেল করেছেন এবং তিনি ইনভলভ ছিলেন৷ এবং এও বলা হয়েছে যে হৃত্বিক না কি তার ইমেল আইডি হ্যাক করে, নিজের মেল ডিলিট করে দিয়েছেন এবং হৃত্বিককে নিজের নোটিস সরিয়ে নিতে বলা হয়েছে৷
 
সম্প্রতি একটি সাংবাদিক সম্মেলনে কঙ্গনা বক্তব্য রেখেছিলেন৷ ‘এখনকার দিনে বিয়েটা একটা অন্য জায়গায় পৌঁছে গিয়েছে৷ মেয়েরা আর ছেলেদের উপর আর্থিকভাবে নির্ভর করে না৷ মেয়েরা আগের থেকে স্বাধীন... তবু আমি সম্পর্কের ক্ষেত্রে লিগাল বিষয়টা ঠিক বুঝি না৷ যখন সম্পর্ক কাজ করে না, তখন ল-ইয়ারের কাছে যাওয়ার কী প্রয়োজন?... আমি আইন তৈরি করিনি, এ বিষয়ে কিছুই করতে পারি না, কিন্তু আইন যখন, সেটাকে ফলো করতে হবে৷'

এক সাংবাদিক সম্মেলনে যখন তাকে প্রশ্ন করা হলে নিতে বলেন, তিনি মজা করে বলেন, ‘প্লিজ ইউ ক্যান গো অ্যাহেড পিক সামওয়ান... আই হ্যাড এ ন্যাক ফর চুজিং রং পিপল৷' কঙ্গনা রানাওয়াতের ব্যক্তিগত সম্পর্কের গ্রাফ দেখলে বোঝা যায় কেন তিনি এই কথা বলেছেন৷ শোনা গিয়েছিল আদিত্য পাঞ্চোলির সঙ্গে বিচ্ছেদের আগে তিনি প্রহৃত হয়েছিলেন এবং থানায় গিয়ে এফআইআর করেছিলেন৷

অধ্যয়ন সুমনের সঙ্গেও তার সম্পর্ক টেকেনি৷ ক্যারিয়ারের ক্ষেত্রেও তিনি বরাবর জেন্ডার পলিটিক্স নিয়ে প্রশ্ন তুলেছেন৷ আজ তিনি হায়েস্ট পেড অ্যাকট্রেস৷ তিনি বলেছিলেন, ‘আমার মনে হয় আমি এখনো আন্ডারপেড৷ আমার কো-স্টাররা যতটা টাকা পান, আমিও ততটা পেতে চাই৷' যখন তার জন্ম হয়, পরিবারে তিনি ছিলেন অনাহুত সন্তান, এও স্বীকার করে নিতে পিছপা হননি কঙ্গনা৷

ব্যক্তিগত জীবন নিয়ে জেরবার ‘কুইন' নায়িকার কাছে জাতীয় পুরস্কারের আনন্দ হয়তো রিলিফের মতো৷ তবু তিনি সাংবাদিকদের কাছে সম্প্রতি বলেছেন, ‘আমি বিবাদ নিয়ে কথা বলব, কিন্তু আপাতত আমাকে একটু স্পেস দিন৷'
১ এপ্রিল, ২০১৬/এমটিনিউজ২৪/জহির/মো:জই

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে