শনিবার, ০২ এপ্রিল, ২০১৬, ১২:০৭:৩৫

মাহির ‘অনেক দামে কেনা’য় ডিপজল!

 মাহির ‘অনেক দামে কেনা’য় ডিপজল!

বিনোদন ডেস্ক : ডিপজল একজন ভালো মানুষ।  তিনি একাকিত্ব পছন্দ করেন।  তাই রাত কাটাতে প্রতি রাতে শহরে ঘুরে বেড়ান।  শহরের দুস্থ মানুষদের সেবা করেন।  বাপ্পি তাকে শ্রদ্ধা করেন বড় ভাইয়ের মতো।  নিজের জীবনের অতীতের কথা খুলে বলেন ডিপজল।  এতে বের হয়ে আসে মাহির প্রতি ডিপজলের প্রেমের গোপন কথা।  তাই মাহির ‘অনেক দামে কেনা’য় ডিপজল!

বাংলা নতুন বছর উপলক্ষে আগামী ৮ এপ্রিল ‘অনেক দামে কেনা' মুক্তি পাচ্ছে সারাদেশে।  বাপ্পি ও মাহির নতুন ছবি ‘অনেক দামে কেনা’ ছবিটি এর আগেও একবার মুক্তির তারিখ জানানো হয়েছিল।  কিন্তু নানা কারণে আর তা মুক্তি পায়নি।

‘অনেক দামে কেনা’ ছবির মাধ্যমে দীর্ঘদিন পর পর্দায় ফিরছেন ডিপজল। প্রথমবারের মতো ডিপজলের সঙ্গে একত্রে কাজ করতে যাচ্ছেন বাপ্পি-মাহি। ছবিতে মাহি একজন অন্ধ ফুলবিক্রেতা।  

‘সিটি লাইটস’ ছবির ছায়া অবলম্বনে ‘অনেক দামে কেনা’র চিত্রনাট্য ও কাহিনী লিখেছেন আব্দুল্লাহ জাহির বাবু।  ছবিটি পরিচালনা করেছেন জাকির হোসেন রাজু।
১ এপ্রিল,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে