শনিবার, ০২ এপ্রিল, ২০১৬, ০৮:৩৭:৫৩

মাইক্রোফোন হাতে নিয়ে কি বললেলন আমির খান?

মাইক্রোফোন হাতে নিয়ে কি বললেলন আমির খান?

বিনোদন ডেস্ক : অসহিষ্ণুতা নিয়ে আমির খানের মন্তব্যের জেরে যে সমালোচনার ঝড়  উঠেছিল, তা ‘গভীর উদ্বেগে’ ফেলেছিল তার পরিবার এবং পরিচিতদের। আমির নিজেই এ কথা জানিয়েছেন।

একইসঙ্গে তার মন্তব্যের ‘বিকৃত ব্যাখ্যা’র জন্য দায়ী করেছেন সংবাদমাধ্যমের একাংশকে। অভিযোগ করেছেন, ‘বিকৃত ব্যাখ্যা’র জন্যই তাকে এবং তার স্ত্রীকে (কিরণ রাও) ‘অহেতুক’ সমালোচনায় আক্রান্ত হতে হয়েছিল।’

একটি পুরস্কার প্রদান অনুষ্ঠানে ‘পিকে’র নায়ক বলেছেন, ‘যা বলেছিলাম, তার সম্পূর্ণ বিকৃত ব্যাখ্যা হয়েছিল। সংবাদমাধ্যমের একটি বড় অংশ সেই ভুল ব্যাখ্যা প্রচার করায় অনেকেই আমার উপরে ক্রুদ্ধ হয়েছিলেন।’

আমিরের মতে, সেই ক্রোধের কারণ ছিল ‘সঙ্গত’। তার কথায়, ‘আমি যা বলেছিলাম, তা যথাযথ প্রতিফলিত হয়নি বলেই অনেকে আমার উপরে রেগে গিয়েছিলেন। আমার স্ত্রী, মা, সন্তান, আত্মীয়-পরিচিতেরা সকলেই উদ্বিগ্ন ছিলেন। তবে জনজীবনে থাকতে গেলে এ-সবের মোকাবিলা করতেই হয়।’

গত বছর ২৩ নভেম্বর একটি অনুষ্ঠানে অসহিষ্ণুতা সম্পর্কে মন্তব্য করেছিলেন আমির। জানিয়েছিলেন, দেশে অসহিষ্ণুতার আবহ এমন জায়গায় পৌঁছেছে যে, তার স্ত্রী কিরণ পর্যন্ত জানতে চেয়েছেন, তারা ভারতে থাকতে পারবেন কি না।

ওই অনুষ্ঠানে আমির বলেছিলেন, ‘বাড়িতে কিরণের সঙ্গে যখন কথা বলি, ও জানতে চায়, আমাদের কি ভারত ছেড়ে যেতে হবে! আমার স্ত্রী ওর সন্তানের ভবিষ্যৎ নিয়ে উদ্বিগ্ন।’

আমিরের সেই মন্তব্য নিয়ে বিভিন্ন মহলে তীব্র সমালোচনা হয়। তার একদিন পরেই আমির এক বিবৃতিতে নিজেকে ‘ভারতীয় হিসাবে গর্বিত’ বলে দাবি করেন। তবে বিতর্ক পিছু ছাড়েনি। তারই মধ্যে তাৎপর্যপূর্ণভাবে কেন্দ্রীয় সরকারের পর্যটনবিজ্ঞাপন ‘অতিথি দেব ভবঃ’ থেকে বাদ পড়েন আমির। সেই অপসারণ তার অসহিষ্ণুতা-মন্তব্যের জেরেই কি না, তা নিয়ে শুরু হয় জল্পনা।

বিভিন্ন চরিত্রে অভিনয় করলেও এখনও পর্যন্ত কোনও রাজনীতিকের চরিত্রে দেখা যায়নি আমিরকে। আজকের অনুষ্ঠানে এ নিয়ে তাকে প্রশ্ন করা হলে সেখানে উপস্থিত মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়ণবীস বলে ওঠেন, ‘উনি নায়ক। আর ছবির রাজনীতিকেরা তো সবসময়েই খলনায়ক।’ আমির জবাব দেন, ‘তাহলে তো রীতিটা বদলানো উচিত।’
২ এপ্রিল, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে