বিনোদন ডেস্ক : জনপ্রিয় অভিনেত্রী প্রত্যুষা বন্দ্যোপাধ্যায়ের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। তিনি জনপ্রিয় ধারাবাহিক সিরিয়াল ‘বালিকা বধূ’ নাম ভূমিকায় অভিনয় করছিলেন। তার চরিত্রের নাম ‘আনন্দী’। এ নামেই তিনি দর্শকদের কাছে বেশ জনপ্রিয়।
শুক্রবার মুম্বাইয়ের নিজ বাড়ি থেকে বাঙালি এ অভিনেত্রীর ফাঁস দেয়া লাশ উদ্ধার করা হয়। জামশেদপুরের মেয়ে প্রত্যুষা নিজের ক্যারিয়ারের কারণেই মুম্বাই থাকতেন।
তিনি এ পর্যন্ত বেশ কয়েকটি জনপ্রিয় ধারাবাহিকে অভিনয় করেছেন। তার অভিনীত শেষ সম্প্রচারিত ধারাবাহিক ‘শ্বশুরাল সিমার কি’। রিয়েলিটি শো ‘বিগ বস৭’- তাকে দেখা গেছে।
তবে বহুদিন ধরেই রাহুল রাজ সিংহের সঙ্গে তার সম্পর্কের কথা গোটা ভারতীয় গণমাধ্যম জানে। সম্প্রতি তাদের বিয়ে হওয়ারও কথা ছিলো। শোনা যাচ্ছে, সেই সম্পর্ক নিয়েই মানসিক অবসাদে ভুগছিলেন তিনি। এ ঘটনার জেরেই তিনি আত্মহত্যা করেছেন কিনা তা খতিয়ে দেখছে পুলিশ।
২ এপ্রিল, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন