বিনোদন ডেস্ক : ২০১৬ সালেই রাহুলকে বিয়ে করে সংসার গড়ার স্বপ্ন ছিল ‘বালিকা বধূ’খ্যাত অভিনেত্রী প্রত্যুষার। কিন্তু, তার আগেই সব শেষ হয়ে যায়। তবে তার এই মৃত্যুর পর প্রেমিক রাহুলের বিরুদ্ধেই ওঠেছে অভিযোগের আঙুল।
শোনা যায়, সব কিছু ঠিকঠাক থাকলেও, রাহুল নাকি লুকিয়ে অন্য একজনকে বিয়ে করে নিয়েছিলেন। আর সেই খবর পৌঁছনোর পরই সেটা আর কিছুতেই মেনে নিতে পারেননি প্রত্যুষা। যেন স্বপ্ন ভেঙে চৌচির হয়ে যায়। আর তাই শেষ পর্যন্ত আত্মহত্যার রাস্তা বেছে নেন ২৪ বছর বয়সী অভিনেত্রী প্রত্যুষা।
শোনা যাচ্ছে, মৃত্যুর আগে বয়ফ্রেন্ড রাহুল রাজ সিং-এর সঙ্গে কথা বলতে চেয়েছিলেন প্রত্যুষা। কিন্তু, সেটা আর হয়ে ওঠেনি। আর তাই, শেষ পর্যন্ত নিজের ঘরের সিলিং ফ্যানে ফাঁস লাগিয়ে জীবনের ইতি টেনে দেন তিনি। আর প্রত্যুষার ওই মর্মান্তিক পরিণতির জন্য রাহুলের বিরুদ্ধে আঙুল তুলছেন তার সহকর্মীদের একাংশ। এমনকি, প্রত্যুষার মা-ও মেয়ের শেষ পরিণতির জন্য রাহুলকেই দায়ি করেছেন বলে খবর পাওয়া যাচ্ছে।
আত্মহত্যার পর মুম্বাই-এর কোকিলাবেন হাসপাতালে যখন প্রত্যুষাকে নিয়ে যাওয়া হয়, চিকিতৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। তার মৃত্যুর খবর পাওয়ার পর পরই সিদ্ধার্থ শুক্লা, রতন রাজপুত, দেবলিনা বন্দ্যোপাধ্যায়, গুরমিত চৌধুরিরা হাসপাতালে পৌঁছে যান। কিন্তু, কেউ কিছু বলতে পারেননি। প্রত্যুষা চলে যাওয়াতেই সবাই যেন নিঃশব্দে হাসপাতাল ছেড়ে বেরিয়ে যেতে শুরু করেন।
২ এপ্রিল, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন