বিনোদন ডেস্ক : বালিকা বধূখ্যাত অভিনেত্রী প্রত্যুষা মুখোপাধ্যায়ের মৃত্যুর পেছনে তার বয়ফ্রেন্ড রাহুল রাজের সঙ্গে তার সম্পর্ককেই দায়ী করা হচ্ছে। বেশ কিছুদিন ধরেই তাদের সম্পর্কটা ভালো যাচ্ছিল না। এমনকি এও শোনা যাচ্ছে রাহুল অন্য কারও সঙ্গে সম্পর্ক তৈরি করেছিলেন। যার জন্য মানসিকভাবে একেবারেই ভেঙে পড়েছিলেন এই অভিনেত্রী।
অন্যদিকে, প্রত্যুষার বন্ধুরা রাহুলকে পছন্দ করতেন না। এমনকি রাহুলের সঙ্গে সম্পর্ক থাকলে প্রত্যুষার সঙ্গে যোগাযোগ রাখবেন না বলেও অনেকে প্রত্যুষাকে জানিয়ে দিয়েছিলেন। কিন্তু রাহুলকে ভুলতে পারেননি প্রত্যুষা। এমনকি মৃত্যুর আগে শেষবারের মতো একবার রাহুলকে ফোনও করার চেষ্টা করেছিলেন।
মৃত্যুর আগে প্রত্যুষার হোয়াটসঅ্যাপ পোস্ট থেকে তার মৃত্যু সম্পর্কে কিছুটা আন্দাজ করা যায়। বোঝা যায় কতটা মানসিক অবসাদে ভেঙে পড়েছিলেন প্রত্যুষা। হোয়াটসঅ্যাপ পোস্টে-এ প্রত্যুষা লিখেছেন, ‘মৃত্যুর পরও তোমার দিক থেকে মুখ ফিরিয়ে নেব না’। অর্থাৎ কোনও ভাবেই তিনি রাহুলকে হারাতে চাননি। মৃত্যুর পরেও না।
২ এপ্রিল, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন