বিনোদন ডেস্ক : কেন বাহুবলীকে মারলেন কাটাপ্পা? ‘বাহুবলি: দ্য বিগিনিং’ ছবির ক্লাইম্যাক্স থেকে এই কথাটিই দর্শককে ভাবাচ্ছে এক বছর ধরে। সেই তথ্য এবার ফাঁস করলেন ছবিটির পরিচালক নিজেই।
ধর্ম প্রোডাকশনস-এর নিজস্ব ওয়েবসাইটে নির্মাতা এস এস রাজামৌলি জানিয়েছেন সে তথ্য। সেই ভিডিও আপলোড করেছে ধর্ম প্রোডাকশন।
রাজামৌলি বলেন, তিনি বলেছিলেন বলেই কাটাপ্পা বাহুবলিকে মেরেছিলেন। কাটাপ্পা শুধু আজ্ঞা পালন করেছেন। কিন্তু কেন কাটাপ্পাকে এমন নির্দেশ দিয়েছিলেন রাজামৌলি? খোলাসা করেননি পরিচালক।
তিনি শুধু বলেন এর জবাব পাওয়া যাবে ‘বাহুবলি ২’ সিনেমায়। অবশ্য তার জন্য অপেক্ষা করতে হবে আগামী বছরের ১৪ এপ্রিল পর্যন্ত। গত বছর মুক্তির পরে থেকেই সাড়া ফেলে দিয়েছিল ‘বাহুবলি: দ্য বিগিনিং’। এ বছর ছবিটি সেরা ছবি হিসেবে জাতীয় পুরস্কার পেয়েছে। ‘বাহুবলি’ প্রায় ৬০০ কোটি টাকার ব্যবসা করে।
তবে, নির্মাতাদের আশা ‘বাহুবলি ২’ আগের সাফল্য ছাড়িয়ে যাবে। আরও বেশি ব্যবসা করবে ছবিটি। তেলেগু, তামিল, মালায়ালাম ও হিন্দি ভাষায় মুক্তি পাওয়ার কথা রয়েছে ‘বাহুবলি ২’-এর।
২ এপ্রিল, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন