বিনোদন ডেস্ক : এখন আর আগের মতো অভিনেতা ও অভিনেত্রীদের নাকি সম্মান করা হয় না। এমন আক্ষেপ করেছেন বলিউডের বেগম কারিনা কাপুর খান।
তিনি বলেন, ‘আগে অভিনেতা-অভিনেত্রীদের এক ঝলক দেখার জন্য মানুষ পাগলের মতো করতেন। আর এখন তারকারাই নিজেদের ছবি পোস্ট করে দেন সোশ্যাল মিডিয়ায়। দর্শকের মধ্যে সেই সম্মান আর চোখে পড়ে না'।
যদিও তিনি কোনও সোশ্যাল মিডিয়ার সঙ্গে যুক্ত নন। গতকালই মুক্তি পেয়েছে তার ছবি ‘কি অ্যান্ড কা’। ছবিতে একজন ব্যস্ত পেশাদারের চরিত্রে কারিনা।
২ এপ্রিল, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন