বিনোদন ডেস্ক : বিলউডে পুরনো জুটি সালমান খান ও ক্যাটরিনা কাপুর। পর্দার বাইরেও তারা ছিলেন প্রেমিক জুটি। মাঝে বিচ্ছেদ। দূরত্ব সৃষ্টি। আবারও তারা সেসব কাটিয়ে এক হচ্ছেন। জুটি হয়ে ফিরছেন তারা আবারও। নতুন করে দেখা যাবে তাদের রোমান্স।
শোনা যাচ্ছে, করণ জোহর পরিচালিত ছবিতে একসঙ্গে কাজ করবেন সালমান খান এবং ক্যাটরিনা কাইফ। তবে মূল চরিত্রে অভিনয় করবেন সুশান্ত সিংহ রাজপুত।
সালমান-ক্যাটরিনা শেষ একসঙ্গে কাজ করেছিলেন ‘এক থা টাইগার’ ছবিতে। রণবীর কাপুরের সঙ্গে সদ্য বিচ্ছেদ হয়েছে ক্যাটরিনার। তারপর সালমানের সঙ্গে অনেকবারই দেখা করেছেন নায়িকা। ‘কফি উইথ কর্রণ ফাইভ’এও তারা আসবেন একসঙ্গে। দেখা যাক, সল্লু-ক্যাটের দর্শন আবার ভক্তরা পান কি না!
২ এপ্রিল, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন