শনিবার, ০২ এপ্রিল, ২০১৬, ১২:৩৯:১৭

অল্পের জন্য প্রাণে বেঁচে ফিরলেন সজল

অল্পের জন্য প্রাণে বেঁচে ফিরলেন সজল

বিনোদন ডেস্ক : আর একটু হলেই ট্রেনে কাটা পরতেন। চলে যেতো তার সাধের প্রাণ। মৃত্যুর মুখ থেকে অল্পের জন্য প্রাণে ফিরেছেন ছোট ও বড় পর্দার জনপ্রিয় অভিনেতা সজল নূর।

ভাবছেন কোন নাটকের গল্পে কি এমন দেখা যাবে? না। কোন নাটকের গল্পে এমন কিছু নেই। তবে নাটকের শুটিংয়ে গিয়ে এমন পরিস্থিতিতে তিনি পরেছিলেন।

জানা গেছে, একটি রেল লাইনের উপর দিয়ে হেঁটে যাচ্ছিলেন সজল। পেছন থেকে ট্রেন আসছিল। ট্রেন যে আসছে সেটা একটুও টের পাননি। হাঁটছেন তো হাঁটছেন। সবাই অনেক দূর থেকে তাকে ডাকলেও শুনতে পাচ্ছিলেন না। ঠিক শেষ মুহূর্তে যখন ট্রেনটি তার খুব কাছাকাছি তখন বুঝতে পেরে দ্রুত সরে যান তিনি।

গত জানুয়ারি মাসে ময়মনসিংহ জেলায় একটি নাটকের শুটিং করছিলেন সজল। শুটিংয়ের শেষ দৃশ্যের প্রয়োজনে তাকে রেললাইন ধরে হাঁটতে হবে। কিন্তু দৃশ্যধারণ শেষ হলেও সজল নিজ থেকেই হাঁটছিলেন। আর তখনই ঘটে এ অনাকাঙ্ক্ষিত ঘটনা।

ফয়সাল খান রিপনের পরিচালনায় ‘আমি কেউ না’ নাটকের কাজ করতে গিয়ে সেদিন প্রাণে বেঁচে গিয়েছিলেন সজল। এ প্রসঙ্গে তিনি বলেন, সত্যিই খুব ভয় পেয়েছিলাম। আমি ঠিক খেয়াল করতে পারিনি পেছন থেকে যে ট্রেন আসছে। আবার শুটিং সেট ও আশপাশের অনেকের ডাকাডাকিও আমার কানে আসেনি। এতদিন বিষয়টি কাউকে সেভাবে বলা হয়নি। তবে এখনও সেই মুহূর্তের ঘটনা মনে পড়লে ভয় করে। মনে হয় আর কখনো রেললাইনে কোনো শুটিং থাকলে সেটা বাদ দেবো।
২ এপ্রিল, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে