বিনোদন ডেস্ক : নতুন সিনেমা নির্মাণের পরিকল্পনা করছেন বলিউডের প্রখ্যাত নির্মাতা সঞ্জয় লীলা বানশালি। তার সেই নতুন সিনেমায় কেন্দ্রীয় চরিত্রের জন্য মানসিক লড়াইয়ে নেমেছেন বলিউডের শীর্ষস্থানীয় তিন অভিনেত্রী!
বলিউডের একটি সংবাদ মাধ্যম জানিয়েছে, সঞ্জয় লীলা বানশালি নতুন একটি সিনেমার পরিকল্পনা করছেন। এই মুহুর্তে চলছে সিনেমার কাস্টিং নিয়ে পরিকল্পনা। তার নতুন সিনেমার নাম ‘গুসতাখিয়ান’। সিনেমায় মূল চরিত্র সাহির লুধিয়ানবির চরিত্রে অভিনয় করবেন ইরফান খান, কিন্তু তার বিপরীতে অমৃতা প্রীতমের চরিত্রে কে অভিনয় করছেন তা এখনো চূড়ান্ত করেননি বানশালি।
তবে খবর হচ্ছে, এই চরিত্রটি পেতেই আন্তরিকভাবে নাকি লড়ছেন কারিনা কাপুর, প্রিয়াঙ্কা চোপড়া এবং দীপিকা পাডুকোনের মত শীর্ষস্থানীয় তিন অভিনেত্রী! আগে থেকেই নাকি বানশালির ‘গুস্তাখিয়ান’ সিনেমায় কেন্দ্রীয় অভিনেত্রী হিসেবে সংক্ষিপ্ত তালিকায় ছিলেন দীপিকা পাডুকোন ও প্রিয়াঙ্কা চোপড়া। আর এবার গুঞ্জন শোনা যাচ্ছে, সেই তালিকায় জায়গা করে নিয়েছেন কারিনা কাপুর।
এই নির্মাতার শেষ চলচ্চিত্র ‘বাজিরাও মাস্তানি’তে দীপিকা ও প্রিয়াঙ্কা চোপড়া ছিলেন, রামলীলাতেও দেখা গেছে এই দুই অভিনেত্রীকে। তাই হয়তো তার আসন্ন সিনেমাতেও এই দুই অভিনেত্রীর একজনকে নিতে বেশী আগ্রহী ছিলেন। কিন্তু বর্তমানে দীপিকা পাডুকোন ও প্রিয়াঙ্কা চোপড়া হলিউডে নিজেদের প্রথম সিনেমা নিয়ে ব্যস্ত আছেন।
তাছাড়া দীপিকা নাকি বানশালির নতুন এই সিনেমায় রোলটি নিয়ে বেশী আগ্রহ দেখাননি। আর অন্যদিকে প্রিয়াঙ্কাও এই চরিত্রটি নিয়ে হ্যাঁ কিংবা না কিছুই বলেননি। আর এরইমধ্যে ঢুকে গেলেন কারিনা কাপুর! এমন পরিস্থিতিতে বানশালিও নাকি এখন কারিনায় আগ্রহী হয়েছেন। সম্প্রতি তারা একসঙ্গে নাকি দেখাও করেছেন!
২ এপ্রিল, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন