বিনোদন ডেস্ক : ছেলের ক্যান্সার! দুর্বিষহ সেসব দিন। পিতা হিসেবে লড়েছেন একাই ইমরান হাশমি। আর সেসব যন্ত্রণাময় দিনগুলো নিয়ে। পিতা হিসেবে তার অবস্থান। এবং ক্যান্সার সতর্কতা বৃদ্ধির লক্ষ্যেই বলিউডের এই অভিনেতা লিখেছেন বই।
এদিকে ইমরান হাশমির লেখা ‘দ্য কিস অব লাইফ’ বইটি নিয়ে ব্যাপক আগ্রহের সৃষ্টি হয়েছে। সদ্য প্রকাশিত ইমরান হাশমির লেখা এই বইটির মোড়ক উন্মোচনও করা হগয়েছে। এটির মোড়ক উন্মোচন করেন তার সেই ছেলে আয়ান। এবং তা অভিনব পদ্ধতিতে!
সম্প্রতি ইমরান হামশি তার ফেসবুকে একটি ভিডিও শেয়ার করেছেন। যেখানে দেখা যায় তার হাতে প্যাকেটে মোড়ানো একটি বই। আর সেটা তার একমাত্র ছেলে আয়ানকে দিচ্ছেন। কিন্তু আয়ান ভুঁ দৌড়। কিছুতেই সে প্যাকেটটি খুলবে না। ছেলের পিছু নাছুরবান্দা বাবা ইমরান হাশমিও দৌড়াচ্ছেন। এক সময় ছেলেকে ধরে তার হাতে প্যাকেটটি দেন এবং আয়ান তা উন্মোচন করেন।
ইমরান হাশমির একমাত্র সন্তান আয়ানের বর্তমানে বয়স পাঁচ বছর। তার তিন বছর বয়স থেকেই ভুগছিলেন ক্যান্সারে। হত দুই বছর ক্যানসারে ভুগতে থাকা ছেলের বাবা হিসেবে সময়টা কতো দুর্বিষহ তা হারে হারে টের পেয়েছেন ইমরান হাশমি। বাবা হিসেবে চরম সংকটের মধ্য দিয়ে গিয়েছেন হাশমি। দুই বছর ধরে ছেলেকে নিয়ে ক্যান্সারের বিরুদ্ধে স্ট্রাগল করে গেছেন। আর এই সময়টাকেই লিখিত আকারে বইয়ের মাধ্যমে তার ভক্ত অনুরাগীদের জানাতে বই লিখলেন তিনি। বিশ্বখ্যাত ‘পেঙ্গুইন’ প্রকাশনা থেকে প্রকাশ পেয়েছে হাশমির লেখা বইটি।
২ এপ্রিল, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন