শনিবার, ০২ এপ্রিল, ২০১৬, ০৮:৪৩:৫৯

মুখ খুললেন প্রেমিক, নায়িকা মৃত্যুর নতুন রহস্য প্রকাশ

মুখ খুললেন প্রেমিক, নায়িকা মৃত্যুর নতুন রহস্য প্রকাশ

বিনোদন ডেস্ক : ‘বালিকা বধূ’ খ্যাত প্রত্যুষা ঘোষের মৃত্যু রহস্যে নতুন মোড় নিয়েছে। জনপ্রিয় এই টিভি সিরিয়াল অভিনেত্রীর মৃত্যুর পরে প্রথম মুখ খুললেন তার বয়ফ্রেন্ড এবং লিভ-ইন পার্টনার রাহুল রাজ সিংহ। প্রত্যুষার মৃত্যুর পরে থেকেই গা ঢাকা দিয়েছিলেন তিনি।

পুলিশের কাছে রাহুল জানিয়েছেন, মুম্বাইতে তারা একটি দু’কামরার ফ্ল্যাটে থাকতেন। ফ্ল্যাটের একটি চাবি তার কাছে এবং একটি প্রত্যুষার কাছে থাকত। রাহুলের দাবি, শুক্রবার তিনি ফ্ল্যাটে ঢুকে প্রত্যুষাকে গলায় দড়ি দিয়ে ঝুলতে দেখেন। এরপরেই ভয় পেয়ে গিয়ে তিনি প্রতিবেশীদের ডাকেন। প্রতিবেশীদের সাহায্যে প্রত্যুষাকে নামিয়ে তিনি হাসপাতালে নিয়ে যান বলে জানিয়েছেন রাহল। রাহুলের দাবি, তিনি ভেবেছিলেন প্রত্যুষা বেঁচে আছেন।

কিন্তু হাসপাতালে নিয়ে যাওয়ার পরেই প্রত্যুষাকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। রাহুলের দাবি, ভয় পেয়ে গিয়েই তিনি পুলিশকে খবর দেননি। হাসপাতাল কর্তৃপক্ষই পুলিশকে প্রত্যুষার মৃত্যুর খবর জানান। তবে পুলিশকে খবর না দিলেও হাসপাতাল থেকে বেরিয়ে গিয়ে প্রত্যুষার পরিবার এবং নিকট বন্ধুদের তিনিই প্রথম খবর দেন বলে জানিয়েছেন রাহুল।

হাসপাতাল থেকে গা ঢাকা দেয়ার পরে শনিবার সকালে নিজেই পুলিশের সঙ্গে দেখা করেন রাহুল। তবে রাহুল যাই বলুন না কেন, সূত্রের খবর অনুযায়ী, প্রত্যুষার ফ্ল্যাটের ভিতর থেকে যে পারিপার্শ্বিক প্রমাণ পাওয়া গিয়েছে, তার কারণে এই ঘটনাকে আত্মহত্যা বলতে নারাজ পুলিশ।
২ এপ্রিল, ২০১৬/এমটিনিউজ২৪/জহির/মো:জই

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে