শনিবার, ০২ এপ্রিল, ২০১৬, ১০:৫৮:৫৪

এবার ইয়ামির প্রেমে অন্ধ হৃত্বিক!

এবার ইয়ামির প্রেমে অন্ধ হৃত্বিক!

বিনোদন ডেস্ক : প্রেমের ক্ষেত্রে কপালটা তার খারাপই বলতে হবে! এত বছরের পুরনো সম্পর্ক ভেঙে চলে গেলেন স্ত্রী! বারবারা মোরি জীবনে কখন এলেন আর কখনই বা গেলেন- ভাল করে বোঝা গেল না তাও! অন্য দিকে, কঙ্গনা যদি সাবেক প্রেমিকাই হয়ে থাকেন, তবে তার সঙ্গেও সম্পর্কটা আর মোটেই সহজ নেই!

তবে, কিছুটা হলেও হয়তো এবার হাঁফ ছেড়েছেন হৃতিক রোশন! তার প্রেমের 'কাবিল' হিসেবে তিনি খুঁজে পেয়েছেন সুন্দরী, গুণবতী এক নারীকে। তিনি ইয়ামি গৌতম। তার প্রতি ভালবাসা এতটাই গভীর হয়ে উঠেছে যে, ইদানীং প্রতিশোধ নেয়ার জন্য মুম্বাইয়ের রাস্তাতেও নামতে তৈরি নায়ক।

তবে বাস্তবে না হলেও এবার এমনই দৃশ্য দেখা যাবে রাকেশ রোশন প্রযোজিত, সঞ্জয় গুপ্ত পরিচালিত কাবিল ছবিতে। দীর্ঘ টানাপোড়েনের পর অবশেষে শুটিং শুরু হয়েছে ছবির। পরিচালক নিজেই টুইট করে জানিয়েছেন সে কথা। লিখেছেন, নায়ক-নায়িকা বাছতেই আমার অনেকটা সময় চলে গেল। তার পর এল একটু গোছগাছের সময়। যাই হোক, সে সব মিটিয়ে শেষ পর্যন্ত ছবির শুটিং শুরু হল!

শুটিং শুরু হতে ছবির প্রযোজক রাকেশ রোশনও বেশ খুশি! তার মতে, এই ছবিটায় না কি ক্যারিয়ারে অন্যতম এক চ্যালেঞ্জিং চরিত্রে দেখা যাবে হৃতিককে। কিন্তু, চরিত্রটা কী?

জানা গিয়েছে, এবার হৃতিক রোশন দেখা দিতে চলেছেন এক অন্ধ প্রেমিকের চরিত্রে। সে প্রেমে যেমন অন্ধ, তেমনই দৃষ্টিহীনও! মুম্বাইয়ের রাস্তায় সে হন্যে হয়ে ঘুরে বেড়ায় প্রেমিকার খুনের প্রতিশোধ নেয়ার জন্য! আর এই প্রেমিকার ভূমিকায় ছবিতে অভিনয় করছেন ইয়ামি!

কথা আছে, ২০১৭ সালের ২৬ জানুয়ারি ছবি মুক্তি পাবে। এবার, ভালয়-ভালয় শুটিং শেষ হলেই হয়!
২ এপ্রিল, ২০১৬/এমটিনিউজ২৪/জহির/মো:জই

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে