বিনোদন ডেস্ক : আমার সঙ্গে দেখা হলেই খুব বিনয়ের সঙ্গে কথা বলতো দিতি। তার সঙ্গে আমার পরিচয় ’৯২ সাল থেকে। সবসময় মুখে হাসির ফোয়ারা বইতো তার।
কাচ্চি বিরিয়ানি খুব পছন্দ করতো দিতি। প্রথমবার অসুস্থতার কথা শুনে তাকে ফোন করেছিলাম। সেসময় দিতি বলেছিল, চেন্নাই থেকে ট্রিটমেন্ট নিয়ে এসেছি। আল্লাহর রহমতে এবার ভালো হয়ে উঠবো। আমার জন্য দোয়া করবেন আর রুনা আপাকে আমার সালাম দেবেন। আজো দিতির কথাগুলো আমার কানে বারবার প্রতিধ্বনিত হয়ভ
সদ্য প্রয়াত অভিনেত্রী পারভীন সুলতানা দিতির স্মরণসভায় এভাবেই কথা বললেন বরেণ্য চলচ্চিত্র পরিচালক আলমগীর।
শনিবার দুপুরে এফডিসির মুক্তিযোদ্ধা জসিম ফ্লোরে প্রয়াত নির্মাতা খালিদ মাহমুদ মিঠু ও পারভীন সুলতানা দিতির স্মরণে আয়োজিত অনুষ্ঠানে এসব কথা বলেন এ অভিনেতা।
সাতবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত নায়ক আলমগীর বলেন, দিতির সঙ্গে আমার কাজের বহু অভিজ্ঞতা রয়েছে। তার সবচেয়ে বেশি যে জিনিসটা মনে পড়ে সেটি হচ্ছে- কাচ্চি বিরিয়ানি খেতে খুব পছন্দ করতো দিতি। কাচ্চি বিরিয়ানি ভালো রাঁধতেও জানতো সে। তার হাতের রান্না কাচ্চির স্বাদ ছিল একেবারে অমৃত।
তিনি বলেন, শেষবার আমি আর রুনা তাকে হাসপাতালে দেখতে গিয়েছিলাম। অনেকক্ষণ পর আমাদের চিনতে পেরেছিল সে। তার শারীরিক অবস্থা দেখে আমার চোখ ভিজে গিয়েছিল। দিতি তখন ইশারায় কিছু একটা বলতে চেয়েছিল কিন্তু মুখ ফুটে বলতে পারিনি।
দিতির আত্মার মাগফিরাত কামনা করে আলমগীর বলেন, তার জন্য আমরা সবাই দোয়া করি, যেন পরকালেও সে ভালো থাকে।
নির্মাতা মিঠুর মৃত্যু নিয়েও কথা বলেন আলমগীর। মিঠুর পরিবারের প্রতি সমবেদনা জানান তিনি। তার বিদেহি আত্মার শান্তি কামনা করেন।
সাংস্কৃতিক ব্যক্তিত্ব হাসান ইমাম খালিদ মাহমুদ মিঠুর স্মরেণ তিনি বলেন, মিঠুর সঙ্গে আমার পরিচয় হয় চ্যানেল আইয়ের মাধ্যমে। তিনি খুব বিনয়ী একজন মানুষ ছিলেন। প্রথম ছবিতেই জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছিলেন তিনি। তার অকাল মৃত্যুতে চলচ্চিত্রাঙ্গনে শূন্যতা বিরাজ করছে।
মিঠু ও অভিনেত্রী দিতির স্মরণসভা ও দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দিতির একমাত্র পুত্র দীপ্ত চৌধুরী, পরিচালক সমিতির মহাসচিব মুশফিকুর রহমান গুলজার, চলচ্চিত্র পরিচালক দেলওয়ার জাহান ঝন্টু, বদিউল আলম খোকন, মোস্তাফিজুর রহমান মানিক, কাবিলাসহ চলচ্চিত্র সংশ্লিষ্টরা।
২ এপ্রিল, ২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এমএস