রবিবার, ০৩ এপ্রিল, ২০১৬, ১২:৫৮:৪৩

অভিনেত্রী প্রত্যুষা সম্পর্কে ৮টি তথ্য

অভিনেত্রী প্রত্যুষা সম্পর্কে ৮টি তথ্য

বিনোদন ডেস্ক : আত্মহত্যা করেছেন বঙ্গতনয়া প্রত্যুষা ব্যানার্জী। কেন করেছে তা এখনও পর্যন্ত জানা যায়নি। তবে বিষয়টা নিয়ে সারা ভারত জুড়ে চলছে আলোচনা। গত শুক্রবার ১ এপ্রিল বিকেল ৪টা। মুম্বাইয়ে নিজের ফ্ল্যাটে ফ্যান থেকে ঝুলন্ত অবস্থায় উধার হয় প্রত্যুষা ব্যানার্জির মৃতদেহ। এক নজরে তার সম্পর্কে কয়েকটি তথ্য।

১) প্রত্যুষাকে দেশের মানুষ ‘আনন্দী’ নামেই চেনে।

২) জন্মদিন ১০ অগস্ট, ১৯৯২, জামশেদপুর, ঝাড়খণ্ড।

৩) ‘ঝলক দিখলা যা’ পঞ্চম সিজনে অংশগ্রহণ করেছিলেন।

৪) বিগ বস সিজন সেভেনেও ছিলেন প্রত্যুষা। ৬৩ তম দিনে বাদ পড়েন।

৫) ‘সাবধান ইন্ডিয়া’-তে হোস্ট হিসেবে থাকার কথা ছিল প্রত্যুষার।

৬) সাগরিকা মিশ্র-র চরিত্রে সোনি এন্টারটেইনমেন্টের টেলিসিরিজে শেষ দেখা গিয়েছে।

৭) প্রত্যুষার বয়ফ্রেন্ড রাহুল রাজ সিংয়ের সঙ্গে বিয়ে হওয়ার কথা ছিল।

৮) কাছের বন্ধুদের কথামতো, গত কয়েক মাস ধরে ডিপ্রেশনে ভুগছিলেন প্রত্যুষা।

৩ এপ্রিল, ২০১৬/এমটি নিউজ২৪/এসবি/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে