রবিবার, ০৩ এপ্রিল, ২০১৬, ০২:৪৫:৫৫

শাকিবের অভিনয়ের প্রশংসায় সব্যসাচী

শাকিবের অভিনয়ের প্রশংসায় সব্যসাচী

বিনোদন ডেস্ক : সত্যজিত রায়ের অভিনেতা সব্যসাচী চক্রবর্তীর সাথে প্রথমবারের মতো একই ছবিতে কাজ করলেন আমাদের চলচ্চিত্রের শীর্ষ নায়ক শাকিব খান। যদিও বাংলাদেশে স্বপন আহমেদের ‘পরবাসিনী’ ছবিতে অভিনয় করেছেন সব্যসাচী। এটি মুক্তি পাবে আগামী ২২ এপ্রিল বলে জানা যায়।
 
এ ছাড়া আফসানা মিমির পরিচালনায় ‘রান’ ছবির কিছু অংশের কাজ করেছিলেন তিনি। কিন্তু ছবিটির কাজ এখন থেমে আছে। তবে আফসানা মিমি ও স্বপন আহমেদ অনেক আগেই সব্যসাচীকে নিয়ে কাজ কররেও হয়তো রিলিজের দিক দিয়ে এগিয়ে থাকবেন শাকিব খানের এই ছবিটিই।
 
সম্প্রতি কলকাতার মহিশাদল রাজবাড়িতে ‘শিকারী’ ছবিটির শুটিং হলো। এখানে শাকিবের বেশভূষা দেখে মনে হচ্ছে তিনি বাড়ির কাজের লোক! তবে এ ছবিতে একাধিক চরিত্রে তাকে পাওয়া যাবে বলে শোনা যাচ্ছে।

সব্যসাচীর সাথে অভিনয় প্রসঙ্গে শাকিব খান বলেন, ‘খুবই মজার মানুষ। এমনিতে তার অভিনয়ের ভীষণ ভক্ত আমি। তবে সেটে তিনি আমার অভিনয় দেখে খুব প্রশংসা করলেন। এটা আমার জন্য আশীর্বাদের মতো।’

‘শিকারী’তে শাকিবের সঙ্গে জুটি বেঁধেছেন ওপার বাংলার শ্রাবন্তী। রাজবাড়িতে তাদের পাশাপাশি কাজ করছেন বাংলাদেশের সুব্রত ও কলকাতার খরাজ মুখার্জি। জানা গেছে, পরিচালকদ্বয় জাকির হোসেন সীমান্ত এবং ওপারের জয়দেব মুখার্জি কমবেশি প্রতিদিন স্টেডি ক্যাম ব্যবহার করছেন।

সাধারণত গান ও মারামারিতে এই যন্ত্র ব্যবহার করা হয়। কারণ এটা খুব ব্যয়বহুল। ছবিটিতে আরও আছেন কলকাতার রুদ্র প্রতাপ, লিলি চক্রবর্তী, সুপ্রিয় দত্ত ও রাহুল দেব। -ইত্তেফাক

৩ এপ্রিল, ২০১৬/এমটি নিউজ২৪/এসবি/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে