রবিবার, ০৩ এপ্রিল, ২০১৬, ০৯:০১:২৫

‘বালিকা বধূ’র মৃত্যু নিয়ে মুখ খুললেন সালমান, কি বললেন তিনি?

‘বালিকা বধূ’র মৃত্যু নিয়ে মুখ খুললেন সালমান, কি বললেন তিনি?

বিনোদন ডেস্ক : ‌‘বালিকা বধূ’খ্যাত অভিনেত্রী প্রত্যুষা বন্দ্যোপাধ্যায়ের অস্বাভাবিক মৃত্যু নিয়ে বলিউডজুড়ে শুরু হয়েছে তোলপাড়। প্রশ্ন উঠছে, ‘বালিকা বধূ’র ‘আনন্দী’ কি সত্যি অত্মহত্যা করেছেন? নাকি তাকে পরিকল্পনা করে খুন করা হয়েছে?

এদিকে চাঞ্চল্যকর এই মৃত্য নিয়ে সতরব হয়ে উঠেছেন বলিউডনের সলুতান সালমান খান। এই মৃত্যু নিয়ে এবার সরাসরি মুখ খুললেন সালমান খান।

‘বিগ বস সিজন সেভেন’ থেকেই প্রত্যুষাকে চিনতেন সুলতান। বিতর্কিত এই রিয়ালিটি শো-তে প্রত্যুষা প্রতিযোগী হিসেবে অংশ নিয়েছিলেন। তাকে সালমান খান বেশ স্নেহ করতেন।

গত শুক্রবার নায়িকার অকাল মৃত্যুর পর রীতিমত স্তব্ধ সালমান খান জানিয়েছেন, ‘বিগ বস’-এ যখন প্রত্যুষা এসেছিল ওর বয়স মাত্র ২০। অত ছোট ছিল বলেই সালমান খুব স্নেহ করতেন তাকে। এমনকী প্রতিযোগিতা থেকে বাদ পড়ে যাওয়ার পরও সালমানের এক ঘনিষ্ঠ বন্ধুর সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখতেন নায়িকা। সালমানের জন্মদিনের ‘খানদানি’ পার্টিতেও গিয়েছিলেন।

সালমান জানিয়েছেন, মৃত্যুর খবর শুনে তিনি মানসিকভাবে খুবই আঘাত পেয়েছেন। দিনভর শুটিংয়ের ফাঁকে চোখ রেখেছেন প্রত্যুষার মৃত্যু সংক্রান্ত নানা খবরে।
৩ এপ্রিল, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে