বিনোদন ডেস্ক : শিশুশিল্পী হিসেবে চলচ্চিত্রে পা রেখেছিলেন সোহম চক্রবর্তী। এখন তিনি টালিগঞ্জের অত্যন্ত নির্ভরযোগ্য একজন সফল নায়ক। নিজের অভিনয়শৈলি দিয়ে সমান-তালেই কাঁপাচ্ছেন চলচ্চিত্রের পর্দা। এবার তার ব্যতিক্রম হয়নি রাজনীতির মাঠেও।
সম্প্রতি রাজনীতিতে নাম লিখিয়েছেন সোহম চক্রবর্তী। মমতা মুখার্জীর আশীর্বাদ নিয়ে ভোট যুদ্ধেও নেমেছেন তিনি। যদিও ফিল্ম থেকে রাজনীতিতে আসা মানুষের সংখ্যা কম নয়। তবে সোহম চক্রবর্তীর দাবি, স্রোতে গা ভাসাবেন বলে তিনি রাজনীতিতে আসেননি। অর্থাৎ প্রকৃত ভাবে মানুষের দোরগোড়ায় সেবা পৌছিয়ে দেয়ার জন্যই তার রাজনীতি।
রাজনীতি প্রসঙ্গে সোহম বলেন, রাজনীতি যে কত কঠিন, সেটা এখন বুঝতে পারছি। এর আগে নির্বাচনী প্রচার করেছি ঠিকই। কিন্তু নিজে দাঁড়ানো আর অন্যের প্রচারে যাওয়ার মধ্যে ফারাক আছে। তবে বড়জোড়ার মানুষের আন্তরিকতা দেখে মুগ্ধ হয়ে গিয়েছি। স্থানীয় তৃণমূল কর্মীরাও অবাক হয়ে গিয়েছেন মিটিংগুলোয় জনজোয়ার দেখে!
রাজনীতিতে আসা নিয়ে তার বাড়ি থেকে কোন বাঁধা ছিল কিনা? এ প্রসঙ্গে তিনি জানান, বাড়ির সকলেই খুব খুশি। প্রার্থী তালিকায় আমার নাম ঘোষণার সময় তো মা-বাবার চোখে আনন্দে জল চলে এসেছিল! পুরো সাপোর্ট পাচ্ছি। একটা নতুন অধ্যায় শুরু হয়েছে।
নির্বাচন করবেন? এমন কোন প্রস্তুতি ছিল কিনা? এ প্রসঙ্গে এই অভিনেতা বলেছেন, সত্যি বলতে কী, ছিলাম না! দিদি একবার হিন্ট দিয়েছিলেন মাত্র। আমিও কানাঘুষো শুনছিলাম। কিন্তু সত্যি যে এত বড় দায়িত্ব দিয়ে দেবেন, ভাবিনি! তবে স্বেচ্ছায় একটা ভাল কাজের দিকে এগোতে পেরে খুবই খুশি।
৩ এপ্রিল, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন