রবিবার, ০৩ এপ্রিল, ২০১৬, ১০:১৮:৫৮

এবার ইংরেজি ছবিতে বাঙালি নায়িকা

এবার ইংরেজি ছবিতে বাঙালি নায়িকা

বিনোদন ডেস্ক : প্রিয়াঙ্কা ও দীপিকা পাডুকোন ইংরেজি ছবিতে নাম লিখিয়েছেন। এ নিয়ে যখন বলিউডপাড়া উচ্ছ্বসিত, তখন খবর পাওয়া গেলো শুধু বলিউড তারকারই ইংরেজি ছবিতে নয়, বাঙালিরাও পারেন।

আর তাই তো ইংরেজি ছবিতে অভিনয় করতে চলেছেন বাঙালি অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। তবে এ ছবিটি কোনও বিদেশি পরিচালকের নয়। এটি পরিচালনা করছেন প্রকাশ ভরদ্বাজ। নাম ‘কালারস্ অফ লাইফ’ (Colours of Life)।

ছবিতে ঋতুপর্ণার বিপরীতে অভিনয় করার কথা আছে প্রিয়াংশু চট্টোপাধ্যায়ের। এটি তাদের একসঙ্গে তৃতীয় ছবি। ছবির বেশিরভাগ শুটিং হবে কলকাতায়। মধ্য কলকাতার লাহা বাড়িতে ছবির সেট পড়বে বলে শোনা গেছে। মধ্য কলকাতারই আরও কিছু জায়গায় হবে শুটিং। কিন্তু বিস্তারিত এখনই জানাতে রাজি নন নায়িকা।

ঋতুপর্ণা শুধু বাংলা ছবিই করেননি। হিন্দি ও মালায়ালাম ছবিতেও দেখা গেছে তাকে। প্রিয়দর্শন, অমল পালেকর, মধুর ভান্ডারকরের পরিচালিত ছবিতে কাজ করেছেন তিনি।

তার হিন্দি ছবির সংখ্যা কুড়িরও বেশি। এর মধ্যে আছে ‘দিল তো বাচ্চা হ্যায় জি’, ‘অ্যান্ড ওয়ান্স এগেন’ (...And Once Again), ‘ম্যায় মেরি পত্নী অউর উয়ো’, ‘আলাপ’ ইত্যাদি। মালায়ালাম ভাষায় মাত্র একটি ছবি করেছেন তিনি। নাম ‘কথাভেদু’ (Kathaveedu)।
৩ এপ্রিল, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে