বিনোদন ডেস্ক : এ বছর ‘চারুনীড়ম টেলিভিশন কাহিনীচিত্র পুরস্কার’-এ সেরা অভিনেত্রী হিসেবে পুরস্কার জিতে নিয়েছেন নুসরাত ইমরোজ তিশা। তিনি আবু হায়াত মাহমুদের ‘আঁধারের ঋণ’ নাটকটিতে বাঈজির চরিত্রে অভিনয় করেন।
এছাড়া ‘আঁধারের ঋণ’ নাটকটি সেরা কাহিনীচিত্র নির্বাচিত হয়েছে। একই নাটকের জন্য শ্রেষ্ঠ কাহিনীকারের পুরস্কার পেয়েছেন তাবারক হোসেন ভূঁইয়া এবং সম্ভাবনাময় শিল্পী হিসেবে চিত্রকুসুম পুরস্কার জিতেছেন অভিনেতা সুজাত শিমুল।
অন্যদিকে ক্যাটাগরিতে চিত্রকুসুম পুরস্কার পরিচালক পেয়েছেন ইমরাউল রাফাত (প্রিয়তমেষু)। এছাড়া ‘প্রণয়িনী’ নাটকের শ্রেষ্ঠ পরিচালকের পুরস্কার পেয়েছেন গোলাম সোহরাব দোদুল।
এবারের আসরে আজীবন সম্মাননা পেয়েছেন অভিনেতা ড. ইনামুল হক ও অভিনেত্রী দিলারা জামান। দুজনকেই সম্মননা হিসেবে ৫০ হাজার করে টাকা দেয়া হয়। পুরস্কারের এ অর্থের পুরোটাই প্রদান করেছেন চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর। এছাড়া আরো ১২টি ক্যাটাগরিতে বিভিন্ন পুরস্কার প্রদান করা হয়।
৩ এপ্রিল, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন