বিনোদন ডেস্ক : কলকাতার নায়কদের মধ্যে প্রথমে ঢাকায় এসেছিলেন প্রসেনজিৎ, তাপস পাল। তাদের ধারাবাহিকতায় ওম, অঙ্কুশ, সোহম আর সর্বশেষ এসেছেন জিৎ। তবে এবার তাদের পর ঢাকাই সিনেমাতে এন্ট্রি নিচ্ছেন কলকাতার দেব!
শোনা যাচ্ছে জাজ মাল্টি মিডিয়া ও কলকাতার এসকে মুভিজের ব্যানারে যৌথ প্রযোজনার একটি ছবিতে দেব অভিনয় করবেন, এটাই এখন চুড়ান্ত বলে জানিয়েছে জাজ। আর তার বিপরীতে নায়িকা হিসেবে মাহির নাম শোনা যাচ্ছে। তবে তা চুড়ান্ত নয়।
জাজ মাল্টিমিডিয়ার পক্ষ থেকে আবদুল আজিজ জানিয়েছেন, ‘দেবের সাথে আমাদের কথা-বার্তা চূড়ান্ত। এখন শুধু আনুষ্ঠানিক চুক্তি বাকি। তবে নায়িকা এখনো চুড়ান্ত হয়নি।’
এদিকে তাদের পরিকল্পিত ছবির নায়িকাই শুধু চুড়ান্ত নয়, ছবিটির গল্পও নাকি এখনও ঠিক হয়নি। যার ফলে পরিচালকও ঠিক হয়নি এখনও। এমনই জানিয়েছেন আজিজ। গল্প ঠিক হলেই বাকিসব ঠিক করবেন তিনি।
এ ব্যাপারে কল্পিত ছবিটির কলকাতা অংশের প্রযোজক এসকে মুভিজের অশোক ধানুকাও মন্তব্য দিয়েছেন। তিনি বলেছেন, ‘কলকাতায় ফারিয়ার কোনো ছবিই চলেনি। অন্যদিকে মাহির ‘অগ্নি’ বেশ ভালো চলেছে। যদিও তার ‘রোমিও ভার্সেস জুলিয়েট' অতটা ভাল চলেনি। তাই মাহিকে নিয়ে চিন্তা-ভাবনা আছে।’
৩ এপ্রিল, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন