বিনোদন ডেস্ক : শাহরুখ খানের ‘ফ্যান’ ছবিটি দারুণ আলোচনা সৃষ্টি করেছে সিনেমাপ্রেমীদের মাঝে। এ ছবিটি নিয়ে প্রতি মুহূর্তেই আগ্রহ সৃষ্টি হচ্ছে শাহরুখ ভক্ত ও অনুরাগিদের মাঝে।
কিন্তু হঠাৎ করেই তার এই ছবিটি নিয়ে শুরু হয়েছে সমালোচনা। অভিযোগ নকলের! আর ছবি মুক্তির আগে এমন অভিযোগে অভিযুক্ত হয়ে বেশ বিপাকেই পরেছেন কিং খান।
একজন চিত্রনাট্যকার দাবী করেছেন, ‘ফ্যান’ ছবির চিত্রনাট্য নকল। মোহন নাগর নামে এক ব্যক্তি এই অভিযোগ এনেছেন। তার দাবি, তার লেখা ‘ডামি' ছবির চিত্রনাট্যের সঙ্গে হুবহু মিল ফ্যান এর। শাহরুখের ছবির ট্রেলর দেখেই এ কথা মনে হয়েছে তার।
তিনি আরও জানিয়েছেন, ছবির পোস্টারেও কোনও চিত্রনাট্যকারের নাম নেই। আছে সংলাপ রচয়িতার নাম। আর এ নিয়ে অভিযোগ দায়ের করেছেন তিনি। কাহিনিতে সাদৃশ্যের জন্য ছবির মুক্তিতে স্থগিতাদেশও দাবি করেছেন এই চিত্রনাট্যকার।
১৫ এপ্রিল মুক্তি পাবে শাহরুখের ‘ফ্যান'। ট্রেলর মুক্তি পেয়েছে আরও বেশ কিছুদিন আগে। বিভিন্ন ভাষায় ‘জাবরা ফ্যান' গানটিও ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়া জুড়ে। প্রশ্ন উঠছে, এতদিন পরে কেন এই অভিযোগ আনা হল? তবে কি মুক্তির মুখে কিং খানকে বিপাকে ফেলতেই এই অভিযোগ?
৩ এপ্রিল, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন