বিনোদন ডেস্ক : ভারতের চলচ্চিত্র জগতে ইতিহাস সৃষ্টি করেছে ‘বাহুবলী’ ছবিটি। এখন প্রস্তুতি চলছে এর দ্বিতীয় পর্ব ‘বাহুবলী-২’ নির্মাণের। যা আগের ছবি থেকেও আরও তৈরি করার। আর এ ছবির নায়িকা চরিত্রে প্রস্তাব দেয়া হয়েছে দীপিকা পাডুকোনকে। তবে এ প্রস্তাব নাকি ফিরিয়ে দিয়েছেন দীপিকা!
শোনা যাচ্ছে হলিউড থেকে শুরু করে বলিউডের বাঘা বাঘা তারকাদের ‘বাহুবলী-২’ ছবিতে অভিনয়ের গুঞ্জনও উঠেছে। তবে কোন কিছুই তেমন একটা খোলাসা করে বলতে চাচ্ছেন না পরিচালক। এগুলো চমক হিসেবেই রাখতে চান। তাহলে দীপিকা কেন এ প্রস্তাব ফিরিয়ে দিলেন?
এর কারণ হিসেবে জানা গেছে বর্তমানে হলিউড ছবির কাজ নিয়ে ব্যস্ত রয়েছেন এ অভিনেত্রী। এরই মধ্যে প্রথম ছবির কাজও অনেকখানি শেষ করেছেন। হলিউডের আরও দু-একটি ছবিতে অভিনয়ের কথাও চলছে তার। আর তাইতো এ সময়ে ‘বাহুবলী-২’ এর জন্য শিডিউল দিতে চাচ্ছেন না দীপিকা। আর এ বিষয়টি খোদ জানিয়েছেন পরিচালক এস এস রাজামৌলি।
এ বিষয়ে সরাসরি কোন বক্তব্য দেননি দীপিকা। তবে তিনি বলেছেন, এই মুহূর্তে যে ছবির কাজ করছি সেটাই করতে চাই। হলিউড থেকে অনেক নতুন নতুন অভিজ্ঞতা সঞ্চার হচ্ছে। শুধু ছবিই করছি না, প্রতিদিনই নতুন কিছু শিখছি। তাই এখন অন্য কোন ছবির শিডিউল দিতে আমি রাজি নই।
৩ এপ্রিল, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন