বিনোদন ডেস্ক : পুরো বলিউড যথন জনপ্রিয় টিভি স্টার প্রত্যুষা বন্দ্যোপাধ্যায়ের আত্মহত্যার ঘটনায় স্তম্ভিত, তখন খবর বের হলো প্রিয়াঙ্কা চোপড়াও ২ থেকে ৩ বার ছাদ থেকে আত্মহত্যা করতে গিয়েছিলেন! আর ট্যুইটারে এ তথ্য জানিয়েছেন তারই্ সাবেক ম্যানেজার।
রবিবার একগুচ্ছ ট্যুইট করেন প্রকাশ। সেখানে তিনি বলেছেন, ‘প্রিয়াঙ্কা হয়ত এখন অনেক শক্তমনের। কিন্তু, স্ট্রাগলের সময় ও ভীষণ অস্থির ছিল। ২-৩ বার আত্মহত্যা করতে গিয়েছিল। আমি থামিয়েছি।’
প্রিয়াঙ্কার প্রাক্তন বয়ফ্রেন্ড অসীম মার্চেন্টের কথাও উল্লেখ করেছেন তিনি। অসীমের সঙ্গে প্রায়শই ঝামেলার হত প্রিয়াঙ্কার। অনেক সময় প্রকাশকে মাঝরাতে ফোন করে সেসব কথা বলেছেন প্রিয়াঙ্কা। অসীমের মায়ের ঘনিষ্ঠ ছিলেন তিনি। তার মায়ের মৃত্যুর পরই পিসি ছাদ দিয়ে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করতে যান। ২০০২ সালের ঘটনা। সেইসময় কোনোরকমে চেয়ারে বেঁধে বাঁচানো হয় প্রিয়াঙ্কাকে।
বর্তমানে প্রিয়াঙ্কার সঙ্গে সম্পর্ক খারাপ এই প্রাক্তন ম্যানেজারের। প্রিয়াঙ্কার বিরুদ্ধে মামলাও করেছিলেন তিনি। এছাড়া প্রিয়াঙ্কার বাবার করা মামলার ভিত্তিতে তাকে ৬৭ দিন জেলে কাটাতে হয়।
৩ এপ্রিল, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন