বিনোদন ডেস্ক : শাকিব খান বা বাপ্পী চৌধুরীর সঙ্গে আর কোনো ছবিতে কাজ করবেন না মাহি। এমন খবর অনেকদিন ধরেই মিডিয়াতে ঘুরছে। তবে এমন খবরটিকে মিথ্যে বলে ও অপপ্রচার বলেই দাবী করছেন ঢাকাই ছবির এই জনপ্রিয় নায়িকা।
সম্প্রতি মাহিয়া মাহি একটি দৈনিকের কাছে দাবী করে বলেছেন, এটা ভুয়া খবর। কেউ তার সম্পর্কে এসব মিথ্যে কথা লিখছেন।
মাহি বলেন আমি শুনেছি ফেসবুকে এসব নিয়ে অনেক লেখালেখি হচ্ছে, কিন্তু এ সব নিয়ে আমি কিছু জানি না। কোনো মিডিয়ার সঙ্গে এই বিষয়ে আমার কথা হয়নি।
আগামী ৮ এপ্রিল মুক্তি পাচ্ছে মাহি অভিনীত 'অনেক দামে কেনা'। ছবিটি পরিচালনা করেছেন জাকির হোসেন রাজু। ওই ছবিতে বাপ্পির বিপরীতে অভিনয় করেছেন মাহি। তাই বাপ্পী বা শাকিব কারও সঙ্গেই কাজ করতে কোনো সমস্যা নেই নায়িকার। সূত্র : কালের কণ্ঠ
৩ এপ্রিল, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন