বিনোদন ডেস্ক : শনিবার ময়না তদন্ত শেষে ‘বালিকা বধূ’খ্যাত অভিনেত্রী প্রত্যুষা বন্দ্যোপাধ্যায়ের শেষকৃত্য সম্পন্ন করা হয়েছে। এসময় সেখানে হাজির ছিলেন নায়িকার মা-বাবা, আত্মীয় ও বন্ধুরা।
আগামী কয়েক মাসের মধ্যেই বয়ফ্রেন্ড রাহুল রাজ সিংহের সঙ্গে বিয়ের পরিকল্পনা করেছিলেন প্রত্যুষা। সে কারণে ডিজাইনার রোহিত বর্মাকে বিয়ের লেহেঙ্গা তৈরির অর্ডার দেন তিনি। ২২ মার্চ রোহিত সেই লেহেঙ্গা তৈরি করে পাঠিয়ে দেন।
এদিকে লেহেঙ্গার সাজে আর বিয়ের পিঁড়িতে বসা হলো না তার। তাই শেষযাত্রায় প্রত্যুষার গায়ে জড়িয়ে দেওয়া হলো সেই বিয়ের পোশাক।
এদিকে ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্ট অনুযায়ী, প্রত্যুষা আত্মঘাতী হয়েছেন। দম বন্ধ হয়ে মৃত্যু হয়েছে তার। গলায় পাওয়া গিয়েছে ফাঁসের দাগও। ময়নাতদন্তের পর ওশিয়ারা শ্মশানে শেষকৃত্য হয়েছে প্রত্যুষার। প্রসঙ্গত, মৃত প্রত্যুষার সিঁথিতে সিঁদুর দেখেছেন বলে দাবি করেছেন অভিনেত্রী ডলি বিন্দ্রা। যদিও প্রত্যুষার এক আত্মীয়ার দাবি, ওটা পুজোর টিকা।
প্রত্যুষার আত্মহত্যার সম্ভাব্য কারণ হিসাবে উঠে আসছে নানা ইঙ্গিত। যার প্রধান ভিত্তি অভিনেত্রীর শেষ হোয়াট্সঅ্যাপ স্টেটাস এবং ইনস্টাগ্রামে করা মন্তব্য। সেগুলি থেকে অনুমান করা হচ্ছে, রাহুলের সঙ্গে সম্পর্কের জটিলতাই হয়তো টিভি সিরিয়ালের ‘বালিকা বধূ’কে ঠেলে দিয়েছিল অবসাদের মধ্যে।
হোয়াট্সঅ্যাপে অভিনেত্রীর শেষ ‘আপডেট’ ছিল, ‘মরকে ভি মুহ্ না তুঝসে মোড়না’ (মরে গেলেও তোমার থেকে মুখ ঘুরিয়ে নেব না)। ইনস্টাগ্রামে তাঁর পোস্ট করা একটি উদ্ধৃতি ‘প্রত্যেক শক্ত এবং স্বাধীন মহিলার ভিতরে একটি ভাঙাচোরা বাচ্চা মেয়ে থাকে। সে কারও উপরে নির্ভরশীল না-হতে শিখতে চায়’। সঙ্গে প্রত্যুষার মন্তব্য, ‘এটাই বাস্তব’। ‘...তুমি জানো না কে তোমার জন্য প্রার্থনা করছে, আর কে তোমার সঙ্গে খেলছে’— এই উদ্ধৃতি-সহ এক একাকী মহিলার ছবি পোস্ট করেছিলেন প্রত্যুষা। সঙ্গে মন্তব্য, ‘দুঃখজনক। সত্যিও’।
এই সব মন্তব্যের উদ্দিষ্ট কি রাহুল? প্রত্যুষার ঘনিষ্ঠদের দাবি, রাহুল নাকি অন্য কোনও মহিলাকে বিয়ের প্রতিশ্রুতি দেন। অন্য একটি সূত্রের খবর, রাহুলের প্রাক্তন প্রেমিকা সালোনি শর্মা নাকি মাঝেমধ্যেই ফ্ল্যাটে গিয়ে প্রত্যুষাকে অপমান করতেন। একবার প্রত্যুষা তার গায়ে হাত তুললে তিনি পুলিশ ডাকেন। সালোনি আজ বলেন, ‘এই মৃত্যুর সঙ্গে আমার কোনও যোগ নেই। কেন আমাকে জড়ানো হচ্ছে?’
রাহুল অবশ্য পুলিশের কাছে দাবি করেছেন, তিনি নির্দোষ। আজ ইনস্টাগ্রামে প্রত্যুষা এবং তার যুগল ছবি পোস্ট করে তিনি লিখেছেন, ‘অনেকে ভাবছেন, ওর আত্মহত্যার জন্য আমি দায়ী। লোকে ওর মৃত্যুর জন্য আমাকে দায়ী করবে, এমন দিন দেখব বলেই কি ওর সবকিছু হয়ে উঠেছিলাম’!
৩ এপ্রিল, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন