রবিবার, ০৩ এপ্রিল, ২০১৬, ০৪:৫০:১৪

সানি লিওনের সঙ্গে ছবি করা নিয়ে যা বললেন আমির খান

সানি লিওনের সঙ্গে ছবি করা নিয়ে যা বললেন আমির খান

বিনোদন ডেস্ক : সানি লিওনের সাথ আমির খান ছবি করবেন। এমন গুঞ্জন অনেক আগের থেকেই বাতাসে ভাসছে। এরমধ্যে শাহরুখ খানের সাথে একটি আইটেম গানেও অংশ নিয়েছে এই নায়িক। আর তাতই আমিরের প্রসঙ্গ জোরালো হয়।

এদিকে এরমধ্যে হঠাৎ একদিন গভীর রাতেই আমির খানের বাড়িতে যান সানি লিওন। অার এতেই খবর ছড়িয়ে পরে সানি লিওনের সাথে পাকাপাকি ভাবেই হয় তো কোন ছবির ডিল হচ্ছে আমিরের। আর এ খবর যখন ডাল-পালা ছড়াচ্ছে তখন আমির খান জানালেন ভিন্ন কথা।

তবে সানি লিওন, আমির খান যুগলবন্দি দেখবেন বলে আশায় রয়েছেন যারা, তাদের হতাশ হওয়ার পালা। খোদ আমির জানালেন, সানির সঙ্গে এখনই কোনও ছবি করছেন না তিনি।

আমিরের আসন্ন ‘দঙ্গল’ ছবিতে একটি বিশেষ গানেও দেখা যাবে সানিকে, এও শোনা যাচ্ছে।  কিন্তু ৩৪ বছর বয়সি ‘রাগিনী এমএমএস টু’ স্টারের সঙ্গে ছবি করার ব্যাপারে ৫১ বছর বয়সি মিঃ পারফেকশনিস্ট-কে এক অনুষ্ঠানে প্রশ্ন করা হলে তিনি জল্পনা উড়িয়ে বলেন, ওর  সঙ্গে ছবির করার জন্য সই-সাবুদ করিনি। তবে আগামীতে করতে চাই।

কিছুদিন আগেই একটি টিভি চ্যানেলের সাক্ষাত্কারে সানিকে ‘চোখা, চোখা অস্বস্তিকর’ প্রশ্নের মুখে পড়তে হয়েছিল, যা নিয়ে সরগরম হয় বলিউড। রুপোলি দুনিয়ায় তার অতীত নিয়ে কেন সানিকে খুঁচিয়ে বিব্রত করা হচ্ছে, সেই প্রশ্ন ওঠে।

সেই সাক্ষাত্কারে সানিকে প্রশ্নকর্তা বলেন, তিনি আমিরের সঙ্গে কাজ করতে চাইলেও ‘পিকে’ অভিনেতা কি চাইবেন? সানি বলেন, সম্ভবত নয়। আমির অবশ্য তখন সানির পাশেই দাঁড়ান। নিকট ভবিষ্যতে তার সঙ্গে কাজ করার বাসনা প্রকাশ করেন।
৩ এপ্রিল, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে