বিনোদন ডেস্ক : প্রথম সব কিছুতেই ভিন্ন রকম একটা আমেজ থাকে। থাকে অসাধারণ কিছু অনুভূতি। যা ভাষায় প্রকাশ করার মতো না। বলিউড ভাইজান সালমান খানের ক্ষেত্রেও ঘটেছে তাই।
কেন না, ভাইজান প্রথমবারের মতো মামা হয়েছেন। আর সেই মামা হওয়ার আনন্দটাই তিনি এখন উপভোগ করছেন ভাগিনার সাথে। বেশ দারুণ সময়ও পার করছেন তিনি তার ভাগিনার সাথে। আবার মামা-ভাগিনার ছবিও আপলোড করছেন নিজের ট্যুইটার একাউন্টে।
গতকাল সালমান খান তার ভাগিনা আহিলের সঙ্গে নতুন একটি ছবি অাপলোড করেন। আর সেই ছবিটি অাপলোড করার পর থেকেই সেখানে হুমড়ি খেয়ে পরে সালমান ভক্ত অনুরাগিরা। লাইক আর কমেন্টেসের বন্যা বয়ে যায় ছবিতে।
মুম্বইয়ের হিন্দুজা হেল্থকেয়ারে ছেলের জন্ম দেন সালমান খানে ভগ্নি অর্পিতা। নতুন সদস্যকে স্বাগত জানাতে সেখানে হাজির হয়েছিলেন সালমানের বাবা সেলিম খান, মা হেলেন, অর্পিতার স্বামী আয়ুষ সহ পরিবারের অনেকেই।
এছাড়া মামা হওয়ার খবরে মুম্বইয়ের হিন্দুজা হেল্থকেয়ারে সালমান খানও ছুটে গিয়েছিলেন। তিনি ভাগিনার কপালে চুমু খেয়েছেন। আর সে ছবি অর্পিতার স্বামী আয়ূষ ট্যুইটারে পোষ্ট করেছে।
অর্পিতা খান এবং আয়ুষ শর্মার ছেলের নাম রাখা হয়েছে আহিল। সালমান খান তার ভাগিনার কপালে চুুমু খেয়ে তার ভক্ত ও শুভাকাঙ্খিদের কাছে দোয়া চেয়েছেন। আর এবার ভাগিনাকে কোলে নিয়ে নতুন ছবি তিনি নিজেই পোষ্ট করেন।
৩ এপ্রিল, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন