বিনোদন ডেস্ক : প্রয়াত অভিনেত্রী প্রত্যুষা বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুর ঘটনায় নয়া মোড়। শোনা যাচ্ছে, মৃত্যুর আগে দু'মাসের অন্তঃসত্ত্বা ছিলেন তিনি। আর এ কথা প্রকাশ হওয়ার পর থেকেই রহস্য যেন নয়া মোড় নিল। তবে, কি জানাজানি হওয়ার ভয়েই নিজেকে শেষ করে দিলেন প্রত্যুষা?
সূত্রের খবর, ময়নাতদন্তের সময় প্রত্যুষার শরীরের একটি বিশেষ স্থানে একধরনের ফ্লুইড পান চিকিৎসকরা। যা আর্লি প্রেগনেন্সির লক্ষণ বলেই জানা গেছে। এরপরই ফ্লুইডটি সংরক্ষণ করে তা পাঠানো হয় পরীক্ষার জন্য। মেডিক্যাল কলেজের স্ত্রীরোগ বিশেষজ্ঞ যোগেশ্বর এস নন্দনওয়ার বলেন, এই ফ্লুইডটি আর্লি স্টেজ অব প্রেগন্যান্সিকে বা বিশেষ স্থানে সংক্রমণকে ইঙ্গিত করে।
৩ এপ্রিল, ২০১৬/এমটিনিউজ২৪/জহির/মো:জই